scorecardresearch
 

Scholarship : ৩ দুর্দান্ত স্কলারশিপ, ফেব্রুয়ারি মাসেই আবেদন করতে হবে

Scholarship: কোভিড-১৯-এর ফলে তৈরি পরিস্থিতির কারণে অনেকেই আর্থিক সঙ্কটে পড়েছেন। অনেকেই চাকরি হারিয়েছেন বা আয় কমে গিয়েছে। তাই মেধাবৃত্তি বা স্কলারশিপ খুব কাজের।

Advertisement
একগুচ্ছ স্কলারশিপ পাওয়ার সুযোগ (প্রতীকী ছবি) একগুচ্ছ স্কলারশিপ পাওয়ার সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • স্কলারশিপ পড়ুয়াদের জন্য খুব কাজের
  • কম খরচে একটি নির্দিষ্ট কোর্স বা প্রোগ্রামে লেখাপড়ার সুয়োগ পাওয়ার পাশাপাশি তাঁদের জন্য ক্যারিয়ারের পথ খুলে দিতে পারে
  • বিশেষ করে কোভিড-১৯-এ তৈরি পরিস্থিতির কারণে অনেকেই আর্থিক সঙ্কটে পড়েছেন

Scholarship: স্কলারশিপ পড়ুয়াদের জন্য খুব কাজের। কম খরচে একটি নির্দিষ্ট কোর্স বা প্রোগ্রামে লেখাপড়ার সুয়োগ পাওয়ার পাশাপাশি তাঁদের জন্য ক্যারিয়ারের পথ খুলে দিতে পারে। টাকার কারণে তা বাধা হয় না। 

বিশেষ করে কোভিড-১৯-এর ফলে তৈরি পরিস্থিতির কারণে অনেকেই আর্থিক সঙ্কটে পড়েছেন। অনেকেই চাকরি হারিয়েছেন বা আয় কমে গিয়েছে। তাই মেধাবৃত্তি বা স্কলারশিপ খুব কাজের।

আরও পড়ুন: BJP-র বাম-দশা! ৪-এর মধ্য়ে ৩ আসনে জামানত খোয়াল পদ্ম

১. আইআইটি খড়গপুর সেন্টার অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জুনিয়র রিসার্চ ফেলোশিপ ২০২২

আইআইটি খড়গপুর সেন্টার অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জুনিয়র রিসার্চ ফেলোশিপ ২০২২ হল একটি গবেষণার সুযোগ, যা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য দেওয়া হয়।

যোগ্যতা
২৮ বছরের কম বয়সী এবং বিই অথবা বিটেক (BE/BTech) করা রয়েছে এমন প্রার্থীদের জন্য ফেলোশিপ পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি গেট/নেট (GATE/NET) স্কোর, সিএস/আইটি (CS/IT) বা সংশ্লিষ্ট বিষয়ে এমটেক ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীও তা পেতে পারেন।

কত টাকা স্কলারশিপ: প্রতি মাসে ৩১ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে

আবেদনের শেষ তারিখ: চলতি মাস মানে ফেব্রুয়ারির ৮ তারিখ

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: http://www.iitkgp.ac.in/temporary-jobs

২. মেকমাইট্রিপ ফাউন্ডেশন (MakeMyTrip Foundation) 'পড়তে রাহো, বড়তে রাহো স্কলারশিপ ২০২২

করোনা মহামারী চলাকালীন তাঁদের মা-বাবাকে হারিয়েছেন, এমন পড়ুয়াদের মেকমাইট্রিপ ফাউন্ডেশন (MakeMyTrip Foundation) বৃত্তি দেবে। আবেদনের আমন্ত্রণ জানাচ্ছে।

যোগ্যতা
ভারতীয় পড়ুয়া, যারা বর্তমানে ক্লাস ১ থেকে ১২-এ পড়ছে, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে লেখাপড়া করছে।

আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় অবশ্যই ৬ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।

Advertisement

কত টাকা স্কলারশিপ: ৫০ হাজার টাকা পর্যন্ত

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২২

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: www.b4s.in/it/MMTS1

৩. রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২১-২২

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২১-২২-এর লক্ষ্য হল ভারতের সবচেয়ে উজ্জ্বল তরুণদের সক্ষম করা এবং তাঁরা যাতে ভবিষ্যতের নেতা হিসেবে তুলে ধরা। প্রযুক্তি যাতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সে পদে তাঁদের তৈরি করা।

যোগ্যতা
প্রথম বর্ষে নথিভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়ারা
তাদের অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, গণিত এবং কম্পিউটিং, এবং ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি প্রোগ্রামগুলিতে নথিভুক্ত হতে হবে।

স্নাতক স্তরে বৃত্তির জন্য
আবেদনকারীরা যাঁরা জেইই মেইন (JEE Main) (পেপার ১)-এ ১-৩৫,০০০ র্যাঙ্ক পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

স্নাতকোত্তর বৃত্তির জন্য
যাঁরা গেট (GATE)-এ ৫৫০-১০০০ স্কোর পেয়েছেন, অথবা যে সমস্ত আবেদনকারীরা গেট (GATE)-এ বসেননি তবে আন্ডারগ্র্যাজুয়েট CGPA-তে ৭.৫ বা তার বেশি স্কোর করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

কত টাকা স্কলারশিপ: আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য সর্বোচ্চ ৪ লক্ষ টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য সর্বোচ্চ ৬ লক্ষ টাকা বৃত্তি পাওয়া যেতে পারে। লেখাপড়া করার সময় সেই টাকা পাওয়া যেতে পারে।

আবেদনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি, ২০২২

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: https://www.scholarships.reliancefoundation.org/ 

 

Advertisement