SSC CGL Tier 2 Admit Card: এসএসসি সিজিএল টিয়ার ২ অ্যাডমিট কার্ড প্রকাশিত, সরাসরি ডাউনলোডের লিঙ্ক

SSC CGL Tier 2 Admit Card Published: এসএসসি সিজিএল ২০২০ টিয়ার ২-র অ্যাডমিট কার্ড (SSC CGL Tier 2 Admit Card) প্রকাশিত হয়েছে। এসএসসি-র রিজিওনাল ওয়েবসাইটে তা প্রকাশ করে দেওয়া হয়েছে।

Advertisement
SSC CGL Tier 2 Admit Card প্রকাশিত, এই লিঙ্কে সরাসরি ডাউনলোড করুনএসএসসি সিজিএল ২০২০ টিয়ার ২-র অ্যাডমিট কার্ড প্রকাশিত (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • এসএসসি সিজিএল ২০২০ টিয়ার ২-র অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে
  • এসএসসি-র রিজিওনাল ওয়েবসাইটে তা প্রকাশ করে দেওয়া হয়েছে
  • সেই ওয়েবসাইটে গিয়ে তা দেখা যেতে পারে

SSC CGL Tier 2 Admit Card Published: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এসএসসি সিজিএল ২০২০ টিয়ার ২-র অ্যাডমিট কার্ড (SSC CGL Tier 2 Admit Card) প্রকাশিত হয়েছে। এসএসসি-র রিজিওনাল ওয়েবসাইটে তা প্রকাশ করে দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে তা দেখা যেতে পারে। এবং ডাউনলোড করা যেতে পারে। 

আরও পড়ুন: বদলে যেতে পারে শিশুদের নাকের আকার, নাক থেকে রক্ত ঝরা অবহেলা নয়

জানুয়ারিতেই পরীক্ষার কথা
এখনও পর্যন্ত ঠিক রয়েছে, এসএসসি সিজিএল ২০২০ টিয়ার ২ (SSC CGL Tier 2) পরীক্ষা হবে ২৮ জানুয়ারি এবং ২৯ জানুয়ারি। দেশের বিভিন্ন কেন্দ্রে তা নেওয়া হবে। 

আরও পড়ুন: নেটপাড়ায় ভাইরাল কুলহাড় পিৎজা, ভাঁড় বেয়ে উপচে পড়ছে চিজ, মিলছে কোথায়?

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশ
নির্দিষ্ট সময়ে মধ্যে পরীক্ষার হলে ঢুকতে হবে। তারপর তাঁদের ঢোকার অনুমতি দেওয়া হবে না। প্রার্থীকে ২টি করে লেটেস্ট পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে। এর পাশাপাশি ছবি-সহ আসল পরিচয়পত্র নিয়ে যেতে হবে। সেখানে জন্মের যে তারিখ লেখা রয়েছে অ্য়াডমিট কার্ডেও যেন সেটা লেখা থাকে।

আরও পড়ুন: আবার বাঘের দেখা সুন্দরবনে, লঞ্চটির একেবারে কাছে রয়্যাল বেঙ্গল

আরও পড়ুন: Pedicure থেকে ইনফেকশন, পার্লারকে ১৩ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

তাদের আরও বলা হয়েছে, যদি ফটো আইডি কার্ডে জন্মের তারিখ না থাকে, তা হলে তাঁদের অন্যান্য কাগজপত্র নিয়ে যেতে হবে নিজের জন্মের তারিখের প্রমাণপত্র হিসেবে। জন্মের তারিখ না মিললে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন: IT Return নিয়ে দু'টি বড় সিদ্ধান্ত, লাভ হবে করদাতাদের 

আরও পড়ুন: Omicron ঠেকাতে তৎপর রাজ্য, একগুচ্ছ পরিকল্পনা

এসএসসি সিজিএল ২০২০ টিয়ার ২-র অ্যাডমিট কার্ড (SSC CGL Tier 2 Admit Card) কীভাবে ডাউনলোড-

Advertisement

  • সরকারি ওয়েবসাইট ssc.nic.in বা রিজিওনাল ওয়েবসাইটে যান
  • হোমপেজে দেখা যাবে অ্যাপ্লিকেশন স্টেটাস এবং অ্যাডমিট কার্ডের লিঙ্ক
  • নিজের লগ ইন ডিটেলস দিন এবং সাবমিট করুন
  • টিয়ার ২ অ্য়াডমিট কার্ড স্ক্রিনে চলে আসবে। সেটা ডাউনলোড করুন
  • অ্যাডমিট কার্ডের এখটা প্রিন্ট আউট রেখে দিন

অ্যাডমিট না পেলে চিন্তার কিছু নেই
যদি কোনও রিজিওনাল ওয়েবসাইটে কোনও প্রার্থী নিজের অ্যাডমিট কার্ড না পেলে ঘাবড়ানোর কিছু নেই। তাড়াতাড়ি প্রার্থীদের আবেদন খতিয়ে দেখে আপলোড করে দেওয়া হবে। এ ব্যাপারে আরও তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। 

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

 

POST A COMMENT
Advertisement