Advertisement

বিতর্কিত বক্তব্য

VIDEO: কালীঘাটে রয়েছেন ‘লেডি তালিবান’, মমতাকে নিশানা সায়ন্তনের

22 Aug 2021

বেঁফাস মন্তব্য করার জন্য সুনাম রয়েছে বিজেপির রাজ্য সবাপতি দিলীপ ঘোষের। কম যান না তাঁর সহকর্মী সায়ন্তন বসুও। রাখির দিন ফের একবার বিস্ফোরক মুডে পাওয়া গেল রাজ্য বিজেপির এই নেতাকে। গত শুক্রবারই দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন বাংলায় তালিবানি শাসন চলছে। আর বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু রবিবার কারও নাম না নিয়েই বললেন, কালীঘাটে রয়েছেন 'লেডি তালিবান'। যা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। সায়ন্তর রবিবার অভিযোগ করেন, কেবল দাঁতন নয়, সারা রাজ্যেই খুন ও অত্যাচার চলছএ বিরোধীদের ওপর। বাংলাতেও চলছে তালিবানি শাসন। এরপরেই নাম না করে বিজেপি নেতা বলেন, 'লেডি তালিবান দেখতে চাইলে বাংলায় আসুন। টিকিট কেটে কাবুলে যাওয়ার দরকার নেই। কালীঘাটেই দেখা মিলবে।' এরপরেই বিজেপি নেতা বলেন, আমি পরামর্শ দিচ্ছি তৃণমূল নেতৃত্ব আফগানিস্তানে গিয়েও রাখি উৎসব সেলিব্রেট করুক।

VIDEO: “কৃষ্ণনগর উত্তরে BJP-র হয়ে দাঁড়ালেই জিতবো” ফের অসঙ্গতি মুকুলের কথায়

13 Aug 2021

ফের মুকুল রায় (Mukul Roy) এর কথায় অসঙ্গতি। তাঁর কথায় বারবার ফিরে ফিরে আসছে ভারতীয় জনতা পার্টির কথা। ‘কৃষ্ণনগর (Krishnanagar) উত্তরে ফের ভোট (Election) হলে বিজেপি (BJP) বিপুল ভোটে জিতবে(Win) এবং তৃণমূল (TMC) পর্যদুস্ত (Lose) হবে’ কিছুদিন আগে এমনই এক মন্তব্য করছেন তিনি। তারপরেই আজ আবারও তিনি বললেন, “কৃষ্ণনগরে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে জিতবো, তৃণমূলের হয়ে দাঁড়ালে কি হবে তা মানুষ ঠিক করবে”। ফের একবার মুকুল রায়ের এরকম মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

VIDEO: দিলীপ বললেন, 'কাউন্সিলারের বাড়ির সামনে পায়খানা করে দিন'

09 Aug 2021

শনিবার রাত থেকে বৃষ্টির কারণে খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছিল। রবিবার সকালে নিজের সাংসদ এলাকা খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছিল। রবিবার সকালে নিজের সাংসদ এলাকা খড়গপুর শহরের ২ নং ওয়ার্ডে সেই পরিস্থিতি দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ ওই ওয়ার্ডের কাউন্সিলর আবার বিজেপির সুখরাজ কাউর৷ আর সেখানে গিয়েই মেজাজ হারালেন দিলীপবাবু। স্থানীয় মানুষেরা দিলীপ ঘোষের কাছে পরিস্থিতি থেকে উদ্ধারের অনুরোধ করলে রেগে যান স্থানীয় সাংসদ । এলাকাবাসী তাঁকে ঘিরে ধরে জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে জল যন্ত্রনায় ভুগছেন।  তাতেই রীতিমতো মেজাজ হারিয়েই নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধেই শাস্তির নিদান  দিলেন স্থানীয়দের। তিনি বলেন, "আমি সাংসদ কোটার টাকাও দেব, আর আপনাদের হয়ে পৌরসভার বিরুদ্ধে আন্দোলন-ও করব! আর, আপানারা কি বাড়িতে বসে ঘুমাবেন?যান গিয়ে আন্দোলন করুন, রাস্তা অবরোধ করুন।কাউন্সিলরের বাড়ির সামনের রাস্তা ঘেরাও করুন। তার বাড়ির সামনে গিয়ে মলত্যাগ করুন, বাড়ির সামনে কাদা ফেলে দিয়ে আসুন। তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিন। যে ছোটো লোক, তার সঙ্গে ছোটো লোকের মতোই ব্যবহার করতে হবে ৷ দরকার পড়লে কাউন্সিলর-কে ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন।" জানা গেছে, ওই এলাকার কাউন্সিলর বিজেপি'র সুখরাজ কাউর। মহিলা কাউন্সিলর। দিলীপের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দিলীপ বাবু কি জানতেন না যে এই এলাকার কাউন্সিলর তাঁর দলেরই একজন মহিলা কর্মী! তিনি জানুন বা না জানুন এদিন খড়গপুর পৌরসভার প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এলাকার কাউন্সিলর সম্পর্কেও যেসমস্ত মন্তব্য তিনি  করে বসেন, তা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে!

এখনই কোভিড সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই! ৪ কারণ দেখিয়ে ব্যখ্যা দিল WHO

এখনই কোভিড সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই! ৪ কারণ দেখিয়ে ব্যখ্যা দিল WHO

10 Jul 2021

করোনার সংক্রমণ কমছে না। বরং তা বেড়েই চলেছে। এই সংক্রান্ত প্রমাণ এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হাতে।

photo icon

24 Jun 2021

ফেসবুকে কমেন্ট বক্সে থাকা 'হাহা' রিঅ্যাক্ট ইসলামবিরুদ্ধ। তাই তা বর্জন করার নিদান দিলেন বাংলাদেশের মৌলবী আহমেদুল্লাহ। মৌলবীর ইউটিউব ভিডিওতে ৩০ লক্ষের বেশি ভিউ হয়েছে। কিন্তু তাঁর এই বক্তব্যের ভিডিওতে অনেকে 'হাহা' রিঅ্যাক্ট দিয়েছেন।

VIDEO: “পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদীদের রক্ষাকর্তা মমতা” : কটাক্ষ দিলীপের

21 Jun 2021

ফের একবার দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মালদায় একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের গড়ে পরিণত হয়েছে, সরকার সব জেনেও তাদের গায়ে হাত দেয় না কারণ তারাই সরকারকে ভোটে জেতায়। পশ্চিমবঙ্গে সমাজবিরোধী ও সন্ত্রাসবাদীদের রক্ষাকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে খবর আছে পশ্চিমবঙ্গে এখনো এরকম অনেক গ্রাম আছে যেখানে উগ্রপন্থীরা এসে মডিউল এবং নিউক্লিয়ার তৈরি করছে, এমনকি বাইরে ও যাচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা ধীরে ধীরে বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পাশাপাশি এদিন উত্তরবঙ্গ কে পৃথক কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে গড়ে তোলার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমি এই ধরনের দাবি মানিনা। বিজেপি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না।

photo icon

18 Jun 2021

কাশ্মীর ইস্যুতে ফের সরব পাকিস্তান। ভারত কাশ্মীরে বিভাজন করছে বলে অভিযোগ তাদের। ভারত কাশ্মীরে বিভাজন ও জনসংখ্যার অনুপাত নষ্ট করতে পারে বলে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়ে তাদের হস্তক্ষেপ দাবি করেছে।

VIDEO: 'দু'কান কাটা, মোদীর মতো অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষ দেখেনি' : কল্যাণ

30 May 2021

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির একটি সভা থেকে মোদীকে আক্রমণ করে কল্যাণ বলেন, 'মোদীর মতো অপদার্থ প্রধানমন্ত্রী এর আগে ভারতবর্ষ দেখেনি। ভোটে হেরে গেলেও ওদের লজ্জা নেই। দুই কান কাটা। অপদার্থ। ২৪-এর সবথেকে বড় নির্বাচনে মোদী হারবেন মমতার কাছে। মোদীর জনপ্রিয়তা কমে গিয়েছে। আপনারা আমার কথা মিলিয়ে নেবেন।'

photo icon

20 Apr 2021

রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত নেতা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমমেদিনীপুরের অখ্যাত গ্রাম থেকে উঠে আসা এই ব্যক্তি কীভাবে হলেন বিজেপির রাজ্য সভাপতি?

EXCLUSIVE VIDEO: বামফ্রন্টের যুব নেত্রী দীপ্সিতা, আত্মবিশ্বাসী বালির প্রার্থী!

04 Apr 2021

একদিকে তৃণমূল ও বিজেপির লড়াই, অন্যদিকে ময়দানে বেশ খানিকটা জায়গা নিয়েছে সিপিএম ও বামফ্রন্টও। বিভিন্ন জায়গায় যুবদের ওপর ভরসা রেখেই দল সাজিয়েছেন তাঁরা। বালিতে দাঁড়িয়েছেন JNU-র নেত্রী দীপ্সিতা ধর। প্রচারের ফাঁকে কথা বললেন আজতক বাংলার সঙ্গে। দেখুন।

'মুখ্যমন্ত্রী শাড়ি কেন, বারমুডা পরতে পারেন'

24 Mar 2021

ফের বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বান্দোয়ানে এক সভায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করতে গিয়ে কিছু মন্তব্য করেন। পোশাক নিয়ে কথা বলেন। এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement