scorecardresearch
 

WB CM Mamata Banerjee on Netaji Subhas Chandra Bose : নেতাজি জাতীয় বিশ্ববিদ্যালয়, INA মনুমেন্ট, প্ল্য়ানিং কমিশন, সুভাষ-স্মরণে একগুচ্ছ পরিকল্পনা মমতার

WB CM Mamata Banerjee on Netaji Subhas Chandra Bose: নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র নামে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে রাজ্যে। রবিবার কলকাতায় নেতাজি-স্মরণ অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।

Advertisement
নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু
হাইলাইটস
  • নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে রাজ্যে
  • আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট তৈরি করা হবে
  • রবিবার কলকাতায় নেতাজি-স্মরণ অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

WB CM Mamata Banerjee on Netaji Subhas Chandra Bose: নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র নামে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে রাজ্যে। নেতাজি (Netaji Subhas Chandra Bose) শুধু বাংলার নন, তিনি সারা পৃথিবীর। রবিবার কলকাতায় নেতাজি-স্মরণ অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তিনি জানান, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে নেতাজি-ট্যাবলো রেড রোডে প্রদর্শিত হবে।

আরও পড়ুন: পাকিস্তানের GDP-র থেকে বেশি সম্পদ রয়েছে এলআইসি-র, আসছে IPO

আরও পড়ুন:  বাগানে মেহগনি লাগিয়ে কয়েক বছরে হয়ে যান কোটিপতি, জানুন কীভাবে

তিনি (WB CM Mamata Banerjee) জানান, আজ আমরা ইউনাইটেড নেশসনের কথা বলি। লিগ অফ নেশনস, ইউনেসকোর কথা বলি। নেতাজি সারা দুনিয়ায় দেশকে মুক্ত করার আন্দোলন গড়ে তুলেছিলেন। এদিন তিনি (WB CM Mamata Banerjee) নেতাজি (Netaji Subhas Chandra Bose) এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণআ করেন।

আরও পড়ুন: প্রথম মহাকাশযাত্রায় নিরাপদ Jeff Bezos? অটোমেটিক লঞ্চে প্রশ্ন!

আরও পড়ুন: Google Maps-এর এই ফিচার ধরিয়ে দিল ইটালির মাফিয়াকে, বিশ সাল বাদ

  • জাতীয় বিশ্ববিদ্যালয় করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র নামে ওপেন ইউনিভার্সিটি রয়েছে। এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজির নামে স্পোর্টস ইউনিভার্সিটি করবে চুচুড়ায়। সরকার সাহায্য করবে
  • আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট তৈরি করা হবে
  • নেতাজি (Netaji Subhas Chandra Bose)-র আদর্শে বাংলায় প্ল্যানিং কমিশন। ভারত সরকার তুলে দিয়েছে। আজও গ্রহণযোগ্য সিদ্ধান্ত। যারা সরিয়ে দিলেন, তাদের প্রতি লজ্জা, ধিক্কার জানানো ছাড়া আর কোনও। না-ই বা জায়গা হল দিল্লিতে
  • 'তরুণের স্বপ্ন' বইটির নাম দশ লক্ষ স্মার্ট কার্ড বা ট্য়াব দিচ্ছি। সবাই ওই বইটি পড়ুন। ওই বইটি আমাকে অনুপ্রাণিত করেছিল
  • জয়হিন্দ বাহিনী গড়ে তুলব। এনসিসি-র কায়দায় স্কুলে-স্কুলে এবং কলেজে তা গড়ে তোলার প্ল্যান নেওয়া হয়েছে
  • স্বাধীনতার ৭৫ উপলক্ষ্যে আলিপুর জেলে স্থায়ী প্রদর্শনী, স্বাধীনতায় বাংলার অবদান সংক্রান্ত
  • কলকাতা কর্পোরেশনের হেরিটেজ কমিশন আলিপুরে মিউজিয়াম করবে, স্বাধীনতার ৭৫ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী, ঋষি অরবিন্দর জন্মের ১৫০ বছর উপলক্ষে তা উৎসর্গ করব
  • রাজ্যে ২৩-৩০ জানুয়ারি, ১৫-২১ আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি, ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা
  • তাম্রলিপ্ত সরকারের স্মরণে তমলুকেও অনুষ্ঠান করব
  • স্বাধীনতা সংগ্রামে স্মৃতি বিজড়িত জায়গায় পর্যটকদের নিয়ে যা
  • ভারতের স্বাধীনতা সংগ্রামে সব তথ্য ডিজিটাইজড করা হবে
  • নারীদের ভূমিকা নিয়ে একটি পুস্তিকা তৈরি করব। আমরা কিছু নারীর নাম জানি
  • স্বাধীনতা আন্দোলন নিয়ে সংবাদমাধ্যমের যে ভূমিকা পুস্তিকা প্রকাশ করছি
  • ঋষি অরবিন্দের জন্মের ১৫০ বছর উপলক্ষে কর্মসূচি ঠিক হয়ে গিয়েছে। আলিপুর জেলের সেখানে তিনি বন্দি ছিলেন সেখানে স্থায়ী প্রদর্শনী
  • প্রথমে ঠিক করেছিলাম পদযাত্রা করব। তবে কোভিড পরিস্থিতির জন্য আপাতত এটা স্থগিত রাখতে হচ্ছে

আরও পড়ুন: R Madhavan-কে ফ্যান বললেন 'ড্যাডি', 'আঙ্কল বলেই ডাকো সোনা', জবাব তাঁর

Advertisement

আরও পড়ুন: টাটা-বিড়লার এই ২ শেয়ার মালামাল করে দিয়েছে, ২,৭০০ শতাংশ রিটার্ন  

 

Advertisement