Holi 2022 Doljatra Herbal Abir: বসন্ত এসে গিয়েছে। আর বসন্তকাল মানেই রঙের বাহার। সেই সঙ্গে হোলি। আর এই হোলিকে কেন্দ্র করে সারা দেশের মানুষ শামিল হয়।
আরও পড়ুন: কবর থেকে বের করলেন বন্ধুর লাশ, তারপর বাইকে শহর ঘুরলেন যুবক
বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কম। গত বছর করোনার ঢেউ থাকায় বসন্ত উৎসব থেকে হোলি উৎসব- ভাঁটা পড়েছিল সব জায়গায়।
তবে এই বছর করোনা সংক্রমণের হার অনেকটাই কমে যাওয়াতে দোল (Doljatra 2022 বা Dolyatra 2022) বা হোলি (Holi 2022)-তে মাতবে অনেকেই, এমনই আশা।
বর্তমানে বাজারে দোল (Doljatra 2022 বা Dolyatra 2022) বা হোলি উপলক্ষে রং বিক্রি হলেও অনেকেই এই রং বা আবির নিয়ে হোলি উৎসব কিংবা হোলিতে রঙের ব্যবহার করা নিয়ে আপত্তি কিংবা পছন্দ করেন না।
তাই কয়কে বছর ধরে অনেকে ভেষজ আবির কিংবা রঙের প্রতি আগ্রহ বেড়েছে। পাশাপাশি বিভিন্ন সংগটন কিংবা প্রতিষ্ঠান ভেষজ আবির, রঙের ওপর আগ্রহ প্রকাশ পেয়েছে।
এখন বাদ যাচ্ছে না স্কুল, কলেজ, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান। এই ভেষজ আবির কিংবা রং তৈরি হয় মূলত সবজি দিয়ে কিংবা গাছের পাতা, ফল দিয়ে।
এমনই ভেষজ আবির, রং তৈরি হাতে কলমে ছাত্রীদের শেখানো হলো ও কর্মশালা করলে রানাঘাট বিজ্ঞান মঞ্চের সদস্যরা রানাঘাট ব্রজবালা গার্লস উচ্চ বিদ্যালয়ে।
ছাত্রীদের ভেষজ আবির, রং কিভাবে তৈরি করতে হয়, কী কী দিয়ে তৈরি করা যায়, তা হাতে-কলমে শেখানো হল ছাত্রীদের।
যাতে তারা বাড়িতে কিংবা বন্ধুদের মধ্যে কিংবা পরিবারের মধ্যে এই ভেষজ আবির, রঙের ব্যবহার করে। কারণ হিসেবে এক করোনা সংক্রমণ স্থিমিত হলেও এখন করোনা সংক্রমণ শেষ হয়নি।
পাশাপাশি বাজারে অনেক রং কিংবা কম দামের রং আবির বিক্রি হওয়াতে শারীরিক অসুবিধা, চর্ম রোগের সমস্যা দেখা দেয়।