Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update : মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে, শীত কবে?

  • 1/10

West Bengal Weather Update: আজ, মঙ্গলবার বছরের শীতলতম দিন। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস এ রাজ্যে আসছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে। 

আরও পড়ুন: ব্রা ছাড়া বোল্ড ফটোশুট আইশা শর্মার, চোখে ধাঁধা লেগে যাবে

  • 2/10

উত্তুরে হাওয়ার জেরে আজ সকালে কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। এর আগে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি চলছিল। যেটি এ বছরের শীতলতম দিন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দোপাধ্যায়।

আরও পড়ুন: এ বাগানে প্রজাপতি পাখায়-পাখায় রং ছড়ায়...

  • 3/10

চলতি মাসের ১১ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা কমবে বলেছিলেন। তা কমা শুরু হয়েছে।

আরও পড়ুন: ফেল মারবে ফিল্মি কায়দাও, পড়শিদের ঘরে তালা মেরে পর পর চুরি! বিস্মিত পুলিশও

Advertisement
  • 4/10

তিনি আরও জানান, যে ঠান্ডা অনুভূত হচ্ছে, তা বজায় থাকবে আরও কয়েকদিন। ১৩-১৪ ডিগ্রি সেলসিয়ায় থাকবে। 

আরও পড়ুন: আরআরবি এনটিপিসি-র ফলের তারিখ ঘোষিত, এভাবে করুন ডাউনলোড

  • 5/10

রাতে বা ভোরর দিকে ঠান্ডা লাগে। দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বে না। বেশ কিছুদিন স্বাভাবিকের থেকে নীচে থাকবে তাপমাত্রা।

আরও পড়ুন: এনগেজমেন্ট সেরেই ফেললেন সায়ন্তনী ঘোষ, আজ কলকাতায় বিয়ে

  • 6/10

তিনি বলেন, জেলায় কোথাও কোথাও তাপমাত্রা আরও একটু কম। এই ঠান্ডা ভাব আরও বেশ কিছু দিন থাকবে। দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বে না। ২৪-২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে কলকাতায় রাতের তাপাত্রা ১৩ কাছাকাছি থাকবে।

আরও পড়ুন: রেলে গ্রুপ ডি পদে নিয়োগে নতুন নোটিশ, দেখুন এই তথ্য

  • 7/10

এদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা আরও অনেকটা কম। এখন সেখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।
 

Advertisement
  • 8/10

আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নেব রাজ্য়ের কয়েকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা-

  • দার্জিলিং ৫.৩ 
  • ক্যালিম্পং ১০ 
  • কৃষ্ণননগর ১৩ 
  • পুরুলিয়া ১১.৭ 
  • শিলিগুড়ি ১০.২ (ডিগ্রি সেলসিয়াসে)
  • 9/10

ডিসেম্বরের মাঝামাঝি হয়ে গেলেও শীত সেখানে পড়েনি। আর তাই হতাশ বাঙালি। তবে আকাশে-বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। এটাই যা ভাল খবর।

  • 10/10

এর মাঝে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আবহাওয়াবদরা জানাচ্ছেন, তাপমাত্রা এমনই থাকবে। মানে জমিয়ে শীত না পড়লেও ঠান্ডা ভাব থাকবে।

Advertisement