West Bengal Weather Update: আজ, মঙ্গলবার বছরের শীতলতম দিন। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস এ রাজ্যে আসছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে।
আরও পড়ুন: ব্রা ছাড়া বোল্ড ফটোশুট আইশা শর্মার, চোখে ধাঁধা লেগে যাবে
উত্তুরে হাওয়ার জেরে আজ সকালে কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। এর আগে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি চলছিল। যেটি এ বছরের শীতলতম দিন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: এ বাগানে প্রজাপতি পাখায়-পাখায় রং ছড়ায়...
চলতি মাসের ১১ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা কমবে বলেছিলেন। তা কমা শুরু হয়েছে।
আরও পড়ুন: ফেল মারবে ফিল্মি কায়দাও, পড়শিদের ঘরে তালা মেরে পর পর চুরি! বিস্মিত পুলিশও
তিনি আরও জানান, যে ঠান্ডা অনুভূত হচ্ছে, তা বজায় থাকবে আরও কয়েকদিন। ১৩-১৪ ডিগ্রি সেলসিয়ায় থাকবে।
আরও পড়ুন: আরআরবি এনটিপিসি-র ফলের তারিখ ঘোষিত, এভাবে করুন ডাউনলোড
রাতে বা ভোরর দিকে ঠান্ডা লাগে। দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বে না। বেশ কিছুদিন স্বাভাবিকের থেকে নীচে থাকবে তাপমাত্রা।
আরও পড়ুন: এনগেজমেন্ট সেরেই ফেললেন সায়ন্তনী ঘোষ, আজ কলকাতায় বিয়ে
তিনি বলেন, জেলায় কোথাও কোথাও তাপমাত্রা আরও একটু কম। এই ঠান্ডা ভাব আরও বেশ কিছু দিন থাকবে। দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বে না। ২৪-২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে কলকাতায় রাতের তাপাত্রা ১৩ কাছাকাছি থাকবে।
আরও পড়ুন: রেলে গ্রুপ ডি পদে নিয়োগে নতুন নোটিশ, দেখুন এই তথ্য
এদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা আরও অনেকটা কম। এখন সেখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।
আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নেব রাজ্য়ের কয়েকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা-
ডিসেম্বরের মাঝামাঝি হয়ে গেলেও শীত সেখানে পড়েনি। আর তাই হতাশ বাঙালি। তবে আকাশে-বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। এটাই যা ভাল খবর।
এর মাঝে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আবহাওয়াবদরা জানাচ্ছেন, তাপমাত্রা এমনই থাকবে। মানে জমিয়ে শীত না পড়লেও ঠান্ডা ভাব থাকবে।