West Bengal Weather Update: সরকারি ভাবে শীত আসেনি। তবে এখন রাজ্যে ঠান্ডা রয়েছে এ কথা বলাই যায়। এরই মাঝে ভাল খবর শোনাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ভুল মানল সিবিএসই, দশম শ্রেণিতে বিতর্কিত প্রশ্নটিতে দেওয়া হবে ফুল মার্কস
আগামী কয়েকদিন এমন পরিস্থিতি তো থাকবেই। সেইসঙ্গে দিন দুয়েক পর তাপমাত্রা আরও কমতে পারে।
আরও পড়ুন: জোয়ার-বাজরা-রাগি দিয়ে কেক, সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও, কীভাবে বানাবেন?
বুধবার আলিপুর আবাহওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ- সব জায়গায় একই পরিস্থিতি থাকবে।
আরও পড়ুন: পোকায় খেল ২ কোটি বই, মাথায় হাত পাঠাগার দফতরের, ব্যথিত বইপ্রেমীরা
বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এ ছাড়া ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। যে রকম ঠান্ডা আছে এ রকমই থাকবে। ৪৮ ঘন্টা পর আবারও একটু তাপমাত্রা কমার সম্ভাবনা আছে।
আরও পড়ুন: 'কী দেখাচ্ছেন?' Urfi Javed লেদার প্যান্টস-ব্রা পরে ফের ট্রোলড
ফলে এই খবর নিঃসন্দেহে আনন্দ বয়ে আনবে। শীত না পড়ার হতাশা কাটব বই কী!
আরও পড়ুন: মেয়েদের কামনা বাড়ায় কালো আদা, রয়েছে আরও গুণ, জানুন
রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আবহাওয়াবদরা জানাচ্ছেন, তাপমাত্রা এমনই থাকবে। মানে জমিয়ে শীত না পড়লেও ঠান্ডা ভাব থাকবে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবার মহানহরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া, দেখে নেওয়া যাক। আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ছিল বছরের শীতলতম দিন। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস এ রাজ্যে আসতে শুরু করে দিয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছিল। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস করেছিলন আবহাওয়াবিদরা।
তাঁরা জানিয়েছিলেন, ১১ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা কমবে। আর তাঁদের পূর্বাভাস মিলে গিয়েছে।
তবে বাঙালি এখন অপেক্ষা করছে কবে শীত আসব। এবং জাঁকিয়ে পড়বে ঠান্ডা!