Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update : থাকছে ঠান্ডা, দিন দুয়েক পর আরও নামবে পারদ

  • 1/10

West Bengal Weather Update: সরকারি ভাবে শীত আসেনি। তবে এখন রাজ্যে ঠান্ডা রয়েছে এ কথা বলাই যায়। এরই মাঝে ভাল খবর শোনাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন: ভুল মানল সিবিএসই, দশম শ্রেণিতে বিতর্কিত প্রশ্নটিতে দেওয়া হবে ফুল মার্কস

  • 2/10

আগামী কয়েকদিন এমন পরিস্থিতি তো থাকবেই। সেইসঙ্গে দিন দুয়েক পর তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন: জোয়ার-বাজরা-রাগি দিয়ে কেক, সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও, কীভাবে বানাবেন?

  • 3/10

বুধবার আলিপুর আবাহওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ- সব জায়গায় একই পরিস্থিতি থাকবে।

আরও পড়ুন: পোকায় খেল ২ কোটি বই, মাথায় হাত পাঠাগার দফতরের, ব্যথিত বইপ্রেমীরা

Advertisement
  • 4/10

বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এ ছাড়া ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। যে রকম ঠান্ডা আছে এ রকমই থাকবে। ৪৮ ঘন্টা পর আবারও একটু তাপমাত্রা কমার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: 'কী দেখাচ্ছেন?' Urfi Javed লেদার প্যান্টস-ব্রা পরে ফের ট্রোলড

  • 5/10

ফলে এই খবর নিঃসন্দেহে আনন্দ বয়ে আনবে। শীত না পড়ার হতাশা কাটব বই কী! 

আরও পড়ুন: মেয়েদের কামনা বাড়ায় কালো আদা, রয়েছে আরও গুণ, জানুন

  • 6/10

রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আবহাওয়াবদরা জানাচ্ছেন, তাপমাত্রা এমনই থাকবে। মানে জমিয়ে শীত না পড়লেও ঠান্ডা ভাব থাকবে।

  • 7/10

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবার মহানহরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া, দেখে নেওয়া যাক। আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement
  • 8/10

মঙ্গলবার ছিল বছরের শীতলতম দিন। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস এ রাজ্যে আসতে শুরু করে দিয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছিল। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস করেছিলন আবহাওয়াবিদরা।

  • 9/10

তাঁরা জানিয়েছিলেন, ১১ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা কমবে। আর তাঁদের পূর্বাভাস মিলে গিয়েছে। 

  • 10/10

তবে বাঙালি এখন অপেক্ষা করছে কবে শীত আসব। এবং জাঁকিয়ে পড়বে ঠান্ডা!

Advertisement