Advertisement

Entertainment Updates: আপ হ্যায় তো তুফান হ্যায়, বিজেন্দরকে বললেন ফারহান

Aajtak Bangla | কলকাতা/ মুম্বই | 18 Mar 2021, 10:08 PM IST

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? লকডাউন পরবর্তী সময়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা একে একে যোগ দিচ্ছেন রাজনীতিতে। সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

10:32 PM(4 years ago)

ছেলের বয়স ১৮! জন্মদিনে ইউনিক শুভেচ্ছা মাধুরী দীক্ষিতের

Posted by :- Rajat Karmakar

মাধুরী দীক্ষিতের ছেলে অরীনের বয়স ১৮ হল ১৭ মার্চ। পুরনো ছবি আপলোড করে জন্মদিন বিশেষ ভাবে সেলিব্রেট করলেন মাধুরী। তার সঙ্গে ১৮ বছর পূর্ণ পর ছেলে যে এখন প্রাপ্তবয়স্ক তাও মনে করিয়ে দিলেন মিলিয়ন ডলার স্মাইলের মালকিন। এই বয়সে আসার পর কিছু দায়িত্বের কথাও বললেন তিনি। দেখুন গ্যালারি...

10:08 PM(4 years ago)

কেমন রিহানার ১০০ কোটির বাংলোর অন্দর, দেখুন

Posted by :- Rajat Karmakar

সম্প্রতি ১০০ কোটির বাংলো কিনে ফের একবার চর্চায় পপ স্টার রিহানা। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে এই বাংলো কিনেছেন রিহানা। এখানে আরও বহু হলিউড স্টারের বাংলো রয়েছে। ১৯৩০ সালে তৈরি এই বাংলো প্রায় ২২ হাজার বর্গফুট এলাকায় ছড়িয়ে রয়েছে। ৫টি বেডরুমের সঙ্গে ৭টি বাথরুম রয়েছে। দেখুন গ্যালারি...

8:31 PM(4 years ago)

কজরা রে গাওয়ার জন্য ১৫ হাজার! চেক ফিরিয়েছিলেন আলিশা

Posted by :- Rajat Karmakar

আলিশাকে ২০০৫ সালের ব্লকবাস্টার বান্টি অউর বাবলি ছবির আইকনিক গান কজরা রে গাওয়ার জন্য দেওয়া হয় মাত্র ১৫ হাজার টাকার চেক! আজ তাঁর জন্মদিনে জানুন এই বিস্ময়কর কাহিনি। পড়ুন সবিস্তারে...

 

8:29 PM(4 years ago)

'ঘরের মেয়ে' অগ্নিমিত্রা বনাম 'বহিরাগত' সায়নী, আসানসোল দক্ষিণে তারকার লড়াই

Posted by :- Rajat Karmakar

রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপিকে বারবার বহিরাগত তকমা দিয়ে কটাক্ষ করার কোনও সুযোগ ছাড়ে না রাজ্যের শাসক দল তৃণমূল। ১৮ মার্চ বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর সেই একই তত্ত্বকে হাতিয়ার করল বিজেপি। আসানসোল দক্ষিণ কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে দাঁড় করালো বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল-কে। পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা কলকাতায় বাস করলেও জন্ম কিন্তু আসনসোলেই। ফলে আপাতত 'ঘরের মেয়ে'র বিরুদ্ধে লড়াইটা সায়নীর পক্ষে কঠিন হতে চলেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পড়ুন সবিস্তারে...

Advertisement
8:28 PM(4 years ago)

জাফনা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে গয়নার বাক্স

Posted by :- Rajat Karmakar

জাফনা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে অপর্ণা সেনের ছবি গয়নার বাক্স। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস থেকে তৈরি ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবি গয়নার বাক্স দর্শক এবং ফিল্ম ক্রিটিকদের মন একাধারে জয় করেছিল।

6:58 PM(4 years ago)

আপ হ্যায় তো তুফান হ্যায়, বিজেন্দরকে বললেন ফারহান

Posted by :- Rajat Karmakar

সম্প্রতি তুফান সিনেমার ট্রেলার রিলিজ করেছে। ফারহান আখতারের ট্রান্সফর্মেশন দেখে তামাম বলিউড তাঁর প্রশংসায় মেতেছে। এ বার সে তালিকায় এলেন একজন বক্সার। তিনি বিজেন্দর সিং। তুফানের ট্রেলার দেখে বিজেন্দরের মুখেও প্রশংসা। যা শুনে ফারহান বললেন, আপ হ্যায় তো তুফান হ্যায়।

 

6:09 PM(4 years ago)

হট লুকে সোশাল উত্তাপ বাড়ালেন বাণী কাপুর

Posted by :- Rajat Karmakar

সোশাল মিডিয়ায় খুব সক্রিয় বাণী কাপুর। প্রায় রোজই নানা ফটোশুটের ছবি পোস্ট করেন নায়িকা। ইনস্টাগ্রামে করা তাঁর এই ছবি রীতিমতো সোশাল মিডিয়ার উত্তাপ বাড়িয়েছে।

 

6:07 PM(4 years ago)

#RippedJeans: নভ্যাকে সমর্থন করে সোশাল পোস্ট গুল-কঙ্গনার

Posted by :- Rajat Karmakar

নিজের সোস্যাল পেজে রিপড জিন্স পরা একটি ছবি শেয়ার করেছেন গুল। উপরে হ্যাশট্যাগ লিখেছেন #RippedJeansTwitter. আর এই হ্যাশট্যাগ লেখাই বোঝানোর জন্য যথেষ্ট যে তির কার দিকে নিক্ষেপ করা হয়েছে। একই ভাবে কনট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাওয়াতও একই হ্যাশট্যাগ ব্যবহার করে একটি টুইট করেছেন। পড়ুন সবিস্তারে...

 

4:36 PM(4 years ago)

রাম সেতু ছবির শুটিং, অযোধ্যা রাম মন্দিরে অক্ষয় কুমার

Posted by :- soumita

আগামী ছবি রামসেতু-র শুটিংয়ের জন্য অযোধ্যা রাম মন্দির ঘুরে দেখলেন অভিনেতা অক্ষয় কুমার। অভিষেক শর্মা পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠিত হল রাম মন্দিরে। সেই ছবিগুলি দেখতে ক্লিক করুন। 

Advertisement
4:28 PM(4 years ago)

সম্পর্কের জটিল রসায়ন! আসছে সোহিনীর 'এই আমি রেণু'

Posted by :- soumita

আসছে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ছবি 'এই আমি রেণু' (Ei Ami Renu)। প্রকাশ্যে এসেছে সৌমেন সুরের পরিচালনায় এই ছবির ট্রেলার। প্রথমবার এই ছবিতে একসঙ্গে দেখা যাবে সোহিনী সরকারকে ,সোহম চক্রবর্তী ও গৌরব চক্রবর্তীকে। সবিস্তারে পড়ুন... 

3:03 PM(4 years ago)

রিপড জিন্স পরে ছবি শেয়ার করলেন গুল পনাগ

Posted by :- soumita

চারিদিকে এখন আলোচনার বিষয়বস্তু 'রিপড জিন্স'। সদ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিরথ সিং রাওয়াত। আর নতুন দায়িত্ব নিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। মসনদে বসার পরই মেয়েদের ছেঁড়া জিন্স পরার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তাঁকে। আর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে। বাদ যাননি অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দাও। আর এবার সেই পথেই হাঁটলেন বলিউড অভিনেত্রী গুল পনাগ। নিজের সোস্যাল পেজে রিপড জিন্স পরা একটি ছবি শেয়ার করেছেন তিনি।

2:20 PM(4 years ago)

আসছে মির্জাপুর ৩, পোস্টার দেখিয়ে ঘোষণা করলেন 'গোলু'

Posted by :- soumita

এক, দুই এবার বার বার তিন বার। আসছে মির্জাপুর সিজন থ্রি। গজগামিনী গুপ্তা, বা যাঁকে আমরা ওয়েব সিরিজে গোলু নামেই চিনেছি, সেই শ্বেতা ত্রিপাঠী পোস্ট করলেন মির্জাপুরের নতুন পোস্টার। আর তাতেই খবরের আগুনে ঘি পড়ল। গতকাল রাতে শ্বেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই পোস্ট করেন। তার পর থেকে সিরিজের অসংখ্য অনুরাগী অপেক্ষা শুরু করলেন। বিস্তারিত পড়ুন... 

12:42 PM(4 years ago)

কোল্ড না ফিল্টার? কোন কফি পছন্দ দীপিকার, জানেন?

Posted by :- soumita

নতুন বছর থেকেই অভিনব কায়দায় নিজের প্রোমোশন করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এইবার ফ্যানেদের সঙ্গে তিনি শেয়ার করলেন তাঁর পছন্দের কিছু তথ্য। নায়িকাকে জিজ্ঞেস করা হয় কোল্ড না ফিল্টার কফি পছন্দ তাঁর। প্রথমে একটু সময় নিলেও শেষে জানান, তাঁর ফিল্টার কফিই পছন্দ।

12:03 PM(4 years ago)

তিন্নি আর গুনগুনের মাঝে যখন বাবিন!

Posted by :- soumita

ধারাবাহিকে  তিন্নিকে একেবারে সহ্য করতে পারে না গুনগুন। তাঁর ধারণা তিন্নি দিদির কাছে চলে যাবে বাবিন। কিন্তু সেটের বাইরে সম্পর্ক একেবারে ভিন্ন। খোশ মেজাজে ধরা পড়লেন তাঁরা। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trina Saha (@trinasaha21)

Advertisement
11:14 AM(4 years ago)

মন্দারমণীতে রানি মায়ের সঙ্গে ভুপালচন্দ্র

Posted by :- soumita

বিভিন্ন সময়ে তাঁদের নিয়ে কথা উঠেছে যে সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে বারবার সেই জল্পনার উড়িয়ে দিয়েছেন তাঁরা। কথা হচ্ছে 'করুণাময়ী রানি রাসমণী'-র রানি মা দিতিপ্রিয়া ও ভুপালচন্দ্র বিশ্ববসুর ব্যাপারে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে মন্দারমণী গিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার করেছেন কয়েকটি ছবি। রইল দুজনের পোজ দেওয়া এক ছবির ঝলক। 

10:58 AM(4 years ago)

পাওলির মাথায় ছাতা ধরেছেন মীর

Posted by :- soumita

অভিনেত্রী পাওলী দামের মাথায় ছাতা ধরলেন মীর। ধুতি- পঞ্জাবি পরে গলায় গামছা নিয়ে একেবারে অন্যরকম সাজে তিনি। কিন্তু কেন জানেন? আসলে 'মিরাক্কেল'-র সেটে মজা করার জন্যেই এই ছবি তুলেছেন তাঁরা। জি বাংলার কমেডি শো 'মিরাক্কেল'-র সঞ্চালক মীর এবং বিচারক আসনে রয়েছেন পাওলি দাম। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paoli Dam (@paoli_dam)

9:32 AM(4 years ago)

একই মঞ্চে মিঠুন, রবীনা, দেব ,মনামি! 'ডান্স ডান্স জুনিয়র' সাক্ষী হল বিশেষ মুহূর্তের

Posted by :- soumita

জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'-এ চলছে টানটান উত্তেজনা। শোয়ের এবারের চমক বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন। ক্ষুদে শিল্পীদের অতিথি বিচারক হিসাবে আসবেন রবীনা। সেই সঙ্গে বাংলা নাচের শোয়ে এবার মঞ্চ মাতাবেন অভিনেত্রী। ছবিগুলি দেখতে ক্লিক করুন। 

8:38 AM(4 years ago)

এবার Zomato ডেলিভারি বয়-কে সমর্থন করলেন রাখি সাওয়ান্ত

Posted by :- soumita

গোটা দেশে বিগত কয়েকদিন ধরেই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ 'জোম্যাটো' (Zomato) ও এক মহিলা ক্রেতার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। চারিদিকে নেট মাধ্যমে যখন এই বিষয়ে অনেক লেখালেখি হচ্ছে, তখন সরব হলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক। এত কষ্ট করে ওঁরা আমাদের ক্ষিদে মেটাতে খাবার বাড়িতে এসে পৌঁছে দেয়। কেউ বলছে না যে ঘরে ডেকে তাদের খাওয়াতে হবে। কিন্তু অন্তত ভালো ব্যবহার করে, জল তো দেওয়া যায় অন্তত।" কিছুদিন আগে অভিনেত্রী পরিণীতি চোপড়াও এই ঘটনার বিরুদ্ধে সরব হন এবং অত্যন্ত 'অমানবিক ও লজ্জাজনক ঘটনা' বলে প্রতিক্রিয়া দেন। সবিস্তারে পড়ুন... 

Advertisement