Entertainment News Today 28th December 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
'তুমি আসবে বলে' থেকে 'টনিক'! ২০২১ সালে মুক্তি পেল কোন বাংলা ছবিগুলি?
এখনও সিনেমা হল 'হাউজফুল' করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে নির্মাতাদের। তাই বলা যায়, ২০২১ সাল ভাল -মন্দ মিলেই কেটেছে টলিউডের। বছর শেষে চলুন দেখা যাক, কোন বাংলা ছবিগুলি মুক্তি পেয়েছে।
২০২১ সালে গাঁটছড়া বেঁধেছেন এই টলি তারকারা! দেখুন বিয়ের PHOTOS
২০২১ প্রায় শেষ হতে চলল। এই বছর বহু তারকা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এক নজরে দেখা যাক, কারা রয়েছেন সেই তালিকায়। দেখুন ছবিতে...
শতবর্ষে সত্যজিৎ! ২৭ তম KIFF-এ উদ্বোধনী ছবি 'অরণ্যের দিনরাত্রি'
সামনেই ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, এই চলচ্চিত্র উৎসবের দিকে।
সঙ্গমকালে তরুণী ভার্যাকে উদ্যমে হারিয়ে দেন 'বৃদ্ধ' মিলিন্দ
বহুবার বিতর্কে জড়িয়েছিলেন মিলিন্দ। সদ্য যে বিতর্ক বলা ভাল কটাক্ষ সইতে হয়েছে তা হল- স্ত্রীর সঙ্গে তাঁর বয়সের বিস্তর ফারাক। মিলিন্দ ৫৬-র তরুণ। আর সহধর্মিনী অঙ্কিতা কোনওয়ার ৩০।
কঙ্গনা থেকে আরিয়ান! ২০২১-এ শিরোনামে ছিলেন এই 'বিতর্কিত' বলি তারকারা
বিতর্কিত মন্তব্য, ড্রাগ মামলা, পর্ন কাণ্ড, স্ট্যান্ড আপ কমেডি নিয়ে বিতর্ক- বলিউড জুড়ে বছরভর শিরোনামে ছিল এই খবরগুলিই। বছর শেষে দেখা নেওয়া যাক কোন বলি তারকাদের নিয়ে তোলপাড় হল ২০২১-এ। কারা ছিলেন শিরোনামের শীর্ষে।
KIFF জন্মশতবর্ষে সত্যজিৎ-চিদানন্দ-জানকসোকে স্মরণ করবে
জানুয়ারি মাসের ৭ তারিখে শুরু হচ্ছে ২৭তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। করোনা সংক্রমণের কারণে এ বার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।
বছর জুড়ে যে সেলেবদের ভাঙল সম্পর্ক, দেখুন PHOTOS
অনেক সম্পর্কের ভাঙা গড়ার মধ্যে দিয়ে একটা গোটা বছরের সাক্ষী থাকলাম আমরা। টলিউড, বলিউড, দক্ষিণের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কিছু বিবাহ বিচ্ছেদের খবরে ঝটকা দিয়ে গেছে অনুরাগীদের। এঁদের মধ্যে অবিশ্বাস্যভাবে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন আমির খান-কিরণ রাও।
উফফ Urfi! ভরা শীতে গায়ে শুধুই ব্রালেট ও স্কার্ট, ছবি Viral, নেটিজেনরা বললেন...
পোশাকের দিক থেকে বরাবরই নিজের স্বাতন্ত্র্য বজায় রাখেন প্রাক্তন বিগবস প্রতিযোগী তথা অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। অভিনব পোশাকে নিজের একের পর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি, যা প্রায় সবসময়ই মন জিতে নেয় তাঁর ভক্তদের।
এঁরা প্রাক্তন পর্নস্টার, এখন কেউ সুখী গৃহিনী বা নামী গায়িকা, দেখুন PHOTOS
অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছেন বিখ্যাত পর্ন অভিনেত্রী লানা রোডস। পর্ন সিনেমা করার জন্য এখন আফসোস করেন লানা। এমনকি তিনি তাঁর ভিডিওও মুছে দিতে চান।
কুন্দ্রা-কঙ্গনা-করিনা, ২০২১-এ বিতর্ক এবং বলিউড
মহামারীর মধ্যে আরও একটি বছর শেষ হতে চলেছে। ২০২১ সালে এমন অনেক বিতর্ক হয়েছে যা পুরো দেশকে নাড়া দিয়েছে। বলিউডেও এর ব্যতিক্রম হয়নি। এই বছর চলচ্চিত্র শিল্পকে অনেক বেদনা দিয়েছে।
সলমানের থ্রোব্যাক বিজ্ঞাপন, এই প্রসিদ্ধ গায়িকাকে চিনতে পারছেন?
সুপারস্টারের অনেক থ্রোব্যাক ভিডিও এবং ছবিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। এর মধ্যে এমন একটি ভিডিও রয়েছে যা সলমানের একেবারে শুরুর দিকের।