scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

New Year : দেশের মধ্য়েই ইজরায়েলে, স্কটল্যান্ড, কম খরচে ঘুরে আসতে দারুণ সুযোগ

উটি
  • 1/11

উটি

নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য তামিলনাড়ুর উটি ভারতের সবচেয়ে ভালো ডেস্টিনেশন। কোলাহল এর মধ্যে, একটি ভিড়ভাড় এড়িয়ে যারা একটু শান্তির খোঁজ করেন, চা বাগান ঘেরা এই উটিতে ঘুরে আসতে পারেন। দুর্দান্ত সিনিক বিউটি নিশ্চয়ই আপনাকে ফিরে আসতে বাধা দেবে। আপনি এখানে বোট হাউজ থেকে শুরু করে বোটানিক্যাল গার্ডেন, সেন্ট স্টিফেন্স চার্চ এবং থ্রেড গার্ডেন দেখতে যেতে পারেন।

গোয়া
  • 2/11

গোয়া

ভারতের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বিচ গোয়া। পর্তুগিজ এবং ডাচ স্টাইলে ছুটি যাপন করতে চাইলে গোয়ার চেয়ে ভাল বিকল্প আর কোথাও হতে পারে না। বোহেমিয়ান ক্যারিবিয়ান জীবনযাত্রার আকর্ষণে এখানে বছর ধরে পর্যটক না ঘুরে বেড়ান। বিদেশের সঙ্গে পাল্লা দিতে পারে এই বিচ। তবে নিউ ইয়ার এর লাইফ স্টাইল আরও বেশি দ্রুত হয়ে পড়ে। রাতভর পার্টি, চার্চগুলি আপনাকে হাতছানি দেবে। ককটেল পার্টি, লাইট, ডিনার এবং চকমকে রাস্তা আপনাকে বাড়ি ফেরার অনুমতি দেবে না। গোয়ার প্রত্যেকটি বিচই আকর্ষণের কেন্দ্রবিন্দু।

শিলং
  • 3/11

শিলং

ভারতের স্কটল্যান্ড হিসেবে পরিচিত যদি আপনি প্রকৃতির মধ্যে শান্ত পরিবেশে নিউ ইয়ার সেলিব্রেট করতে চান তাহলে শিলং আপনার জন্য সবচেয়ে ভাল বিকল্প। অপূর্ব সৌন্দর্যের সঙ্গে দুর্দান্ত এবং আকাশচুম্বী পর্বত এর মাঝখানে আপনার কয়েকটা দিন নিমেষের মধ্যে কেটে যাবে।আপনি টেরই পাবেন না। নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য শিলং অন্যতম আকর্ষণীয় জায়গা হতে পারে। উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে অবস্থিত এই টুরিস্ট ডেস্টিনেশন ফিশিং এবং ট্রেকিং এর জন্য বিখ্যাত।

Advertisement
কাসল
  • 4/11

কাসল

নিউ ইয়ার এর জন্য যদি আপনি পাহাড়ি ঝরনা যুক্ত এলাকায় আনন্দ নিতে চান, তাহলে আসলে ঘুরে আসতে পারেন কাসলে। নিউ ইয়ারের ঝকমকে আমোদ মিলবে না। কিন্তু বিকল্প হিসেবে যা পাবেন, তা আপনার মনের মনিকোঠায় চিরদিনের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। নিউ ইয়ার সেলিব্রেশন এর জন্য এই জায়গায় ছোট ছোট কটেজ রেস্তোরাঁ রয়েছে। যেগুলোতে আপনি সমস্ত রকমের খাবার পাবেন এবং ঠাণ্ডা পরিবেশে কোলাহল এড়িয়ে কয়েকটা দিন আনন্দে এবং মনোরম পরিবেশে কাটাতে পারবেন। কাসলকে ভারতের ইজরায়েল বলা হয়। এখানে বনফায়ার এবং ক্যাম্প পার্টির জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এখানে গঙ্গা ট্রেক, মলানা গ্রাম, পার্বতী নদীর মত জায়গা ঘোরার জন্য আদর্শ।

জয়পুর
  • 5/11

জয়পুর

রাজস্থানের রাজধানী জয়পুর এমনিতেই বিখ্যাত। পিংক সিটি জয়পুরের প্রাচীন কেল্লাগুলি মানুষকে এখনও সমানভাবে আকর্ষণ করে। ১৭২৭ সালের ১৮ নভেম্বর মহারাজ জয়সিংহ দ্বিতীয়, এই নগর তৈরি করেছিলেন। আপনি জয়পুরে থেকে বিভিন্ন ভাবেই নতুন বছরে স্বাগত করতে পারেন। আপনি যদি চান, তাহলে স্থানীয় সংস্কৃতিক, নৃত্য, সঙ্গীত এবং রাজস্থানি খাবারের মজা নিতে পারেন জয়পুরের চৌকি ধানিতে গিয়ে। এছাড়া এখানে বিভিন্ন হোটেলে নতুন বছরের পার্টি আয়োজন করা হয় যেখানে আপনি সময় কাটাতে যেতেই পারেন।

সিমলা
  • 6/11

সিমলা

সিমলাকে আলাদা করে চিনিয়ে দেওয়ার কোনও দরকার নেই। আপনি নিশ্চয়ই এখানে আগেও ঘুরে গিয়েছেন। কিন্তু সিমলার বিশেষত্ব হল একেক ঋতুতে সিমলার রূপ একেক রকম। শীতে যেমন তুষারাবৃত সিমলা দেখতে পাবেন, তেমনই বসন্তে ফুলে ফুলে ছেয়ে থাকে এই শহর। তাই ডিসেম্বরে যে রকম পরিবেশ পাবেন জানুয়ারি থেকে আলাদা, মার্চের পর থেকেই সিমলার অন্যরূপ। তাই যখনই যান না কেন সিমলা আপনাকে নতুন করে আকর্ষণ করবে। সিমলার শিরশিরে অনুভূতি নিয়ে বরাবরই ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম পছন্দের।

লোটাস
  • 7/11

নয়াদিল্লি

নিউইয়ার সেলিব্রেশন এর জন্য দিল্লি সবচেয়ে ভাল অপশন হয় না। যাঁরা এখানকার বাসিন্দা, তাঁরা সারা বছর যেখানেই থাকুন না কেন দিল্লিতে থাকার চেষ্টা করেন নতুন বছর বরণের সময়। দিল্লির যে পরিবেশ থাকে, তা যে কোন বিদেশী ইউরোপিয়ান ইউনিয়নের মতোই। পার্টি, পাব, নাইট ক্লাব এর আনন্দ রয়েছেই। শুধুমাত্র বাড়িতে বসেই দিল্লির ঠান্ডায় আপনি ইউরোপীয় আবহাওয়া অনুভব নিতে পারেন এবং সেইসঙ্গে বর্নফায়ার, পার্টি, হৈ-হুল্লোড় তো রয়েছেই।

Advertisement
মানালি
  • 8/11

মানালি

২০২২ সালে পাহাড়-এর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া একটা অনন্য অনুভব হতে পারে। ২০২১-এ বিদায় জানিয়ে সন্ধিক্ষণ কাটাতে পারেন। মন্দির, পাহাড় চূড়ায় পরিবার এবং পছন্দের লোকজন নিয়ে ব্যক্তিগতভাবে যদি নিউ ইয়ার সেলিব্রেট করতে চান, তাহলে মানালি আপনার জন্য অন্যতম পছন্দের জায়গা হতে পারে। একবার এখানে ঘুরে গেলে বারবার ঘুরে আসতে মন চাইবে। একাধিক হোটেলে নিউ ইয়ার পার্টি আয়োজন করা হয়। আপনি চাইলে সেখানে যোগদান করতেও পারেন, আবার চাইলে প্রাকৃতিক পরিবেশেও নিউ ইয়ার সেলিব্রেট করতে পারেন। 

হৃষিকেশ
  • 9/11

হৃষিকেশ

নিউইয়ার সেলিব্রেশন এর জন্য হৃষিকেশ কিন্তু একটা অন্যতম বিকল্প এবং অফবিট ডেস্টিনেশন হতে পারে। নিউ ইয়ারের সবাই পার্টি হৈ-হুল্লোড় ঘিরে থাকেন। যারা সেটা চান না, তারা প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান। তারা আসতে পারেন এখানে। কিন্তু তার পাশাপাশি শুধু মন্দির এবং গঙ্গা ঘাটে নতুন বছর দর্শন করে কাটিয়ে দিতে পারেন। পাশাপাশি ট্রেকিং, বোটিং, বাঞ্জি জাম্পিংয়ের মতো অ্য়াডভেঞ্চার স্পোর্টসের সুবিধা রয়েছে।

 

ম্যাকলাডগঞ্জ
  • 10/11

ম্যাকলাডগঞ্জ

ম্যাকলাডগঞ্জ হিমাচল প্রদেশের কাংরা জেলার একটি দুর্দান্ত সুন্দর একটি জায়গা। যদি আপনি কম পয়সায় বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে চান। তাহলে নির্দ্বিধায় ম্যাকলাডগঞ্জ এর জন্য রওনা হয়ে পড়ুন। এখানে বলা হয় একাধিক ঐতিহাসিক মনেস্ট্রি দেখতে পাবেন। পাশাপাশি ওয়াটারফল এবং নানা প্রাকৃতিক জায়গা ঘুরলে মন ভালো হয়ে যাবে গ্যারান্টি।

শিলং
  • 11/11

ছবি-গেটি ইমেজেস

Advertisement