ভারতের পুরুষ ও মহিলা হকি অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) এবং রানী রামপাল (Rani Rampal) যথাক্রমে টোকিওতে অলিম্পিক ( Tokyo Olympics) প্রচার চালানোর কারণে বিশ্বজুড়ে দলের অনুরাগীদের সমর্থন চেয়েছেন।
প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) কুস্তিতে (Wrestling) আরও এক পদকের সামনে ভারত (India)। ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে সেমি ফাইনালে পৌঁছে গেলেন আমান সেহরাওয়াত (Aman Sehrawat)। আলবেনিয়ার জেলিমখান আবকারভের বিরুদ্ধে ১১-০ ব্যবধানে জয় পান ভারতীয় কুস্তিগির (Indian Wrestler)। জেলিমখান এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এখন পদক থেকে মাত্র এক ধাপ দূরে ভারত। এর আগে ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছেন।
প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতীয় ক্রীড়াবিদরা খুব ভাল পারফরম্যান্স করতে পারেননি। তবে আলোচনায় ছিল ফাইনালে উঠেও ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) পদক না পাওয়ার ঘটনা। এবার এ ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Nreandra Modi)।
ভারতে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। আর শুধু জল্পনা নয়, আনুষ্ঠানিক পদক্ষেপও শুরু হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে ২০৩৬ সালে অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আয়োজনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে।
বজরং পুনিয়া এবার যোগ দিলেন আজতকের Jai Ho Sitaron Ka Samman অনুষ্ঠানে। তিনি বলেন যে যে টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি, আমি প্রথম স্থানে পদক জিতেছি। আমার বাবার স্বপ্ন ছিল তার এক ছেলে কুস্তিগীর হবে। আমি ৭ বছর বয়সে কুস্তি শুরু করি।
অলিম্পিকেও মুখোমুখি ভারত-পাকিস্তান। সুপার স্যাটারডেতে হবে মেগা লড়াই। কোন খেলায় ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ছে পাকিস্তান ? জানা আছে কী ?
আরও একটি পদক জয়ে ভরসা বজরং পুনিয়া। কুস্তিতে ৬৫ কেজি ফ্রি-স্টাইলে তিনি সেমিফাইনালে। দেশের হয়ে আর একটি ম্যাচ জিতলেই রূপো। নজর থাকবে সোনার দিকে। প্রথম সোনাটি কী তার হাত ধরেই আসবে ? আশায় বাঁচে ভারতবাসী।
দলকে ব্রোঞ্জ জিতিয়ে গোলপোস্টে চড়ে বসলেন ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ। আচমকা এমন কেন করলেন তিনি ? সেই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল। কেন এমন করলেন ? তার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন তিনি।
কোয়ার্টারে হেরে গেলেও এখনও পদক জয়ের আশা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি কুস্তিগীর ভিনেশ ফোগটের কাছে। রেপচেজ নিয়মে তিনি এখনও ব্রোঞ্জ পজক জিততে পারেন। তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। দেখে নেওয়া যাক, শর্তটি কি ?