
বাংলার মতো অসমেও বিধানসভা নির্বাচনের উত্তাপ তুঙ্গে। ২০২৫ সালের শেষের দিনগুলিতে অসম ও পশ্চিমবঙ্গ সফর করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২০ ডিসেম্বর এসেছিলেন পশ্চিমবঙ্গে। সেই সফরেই অসম গিয়েছিলেন মোদী। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, জানুয়ারি মাসেই ফের অসমে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ। সম্ভাবত ১৭ ও ১৮ জানুয়ারি। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, মোদী, শাহরা যখনই অসম সফর করছেন, সেই সফরে বাংলাকেও রাখছেন। তাই সেই সময় বাংলাতেও তাঁরা আসতে পারেন বলে মনে করা হচ্ছে।
১২৬টির মধ্যে ১০৩টি আসন
তবে মোদী, শাহের সফরের বিষয়ে জানানোর ফাঁকে অসমে বিজেপি ও শরিকদলগুলি কত আসন পাবে, তারও ভবিষ্যদ্বাণী করে ফেললেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, মার্চ-এপ্রিল মাসে সম্ভবত নির্বাচন হতে পারে অসমে। হিমন্তের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে ১২৬টির মধ্যে ১০৩টি আসন পাবে বিজেপি। যদিও অসমে এখনও শাসক ও বিরোধী, উভয় পক্ষয়ই এখনও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। কামরূপে একটি অনুষ্ঠানের ফাঁকে হিমন্ত বিশ্বশর্মা দাবি করলেন, 'বিজেপি ১০৩টি আসন পেতে পারে। আগে যা ছলি ৯০। ডিলিমিটেশনের পরে ১৩ থেকে ১৫টি আসন বেড়েছে। আমরা ১০০ শতাংশ আসন জিতব নাকি ৯০ শতাংশ, তা জনতার সিদ্ধান্ত।'
গৌরব গগৈকেও টার্গেট করলেন হিমন্ত
একই সঙ্গে অসমে প্রদেশ কংগ্রেস নেতা গৌরব গগৈকেও টার্গেট করলেন হিমন্ত। তাঁর বক্তব্য, গগৈ এলিট ক্লাসের নেতা। রাজ পরিবারের সন্তান। তাঁর কটাক্ষ, 'উনি তো রাজবাড়ির ছেলে। আমাকে নিয়ে এত ভাবছেন, এটাই আমাকে আনন্দ দিচ্ছে। গৌরব গগৈ সারাদিন আমাকে নিয়েই চিন্তিত।' বিধানসভা ভোটে এনডিএ বা ইউপিএ কত আসন পাবে, তা ফেব্রুয়ারিতে পরিষ্কার হয়ে যাবে বলেও দাবি হিমন্তর।
বেসরকারি সংস্থার সার্ভে রিপোর্ট
অসমে একটি বেসরকারি সংস্থার সার্ভে রিপোর্টে দাবি করা হয়েছে, বিজেপি ৬৯ থেকে ৭৪টি আসন পাবে। সেখানে কংগ্রেস ২৫ থেকে ২৯টি আসন পেতে পারে। বর্তমানে অসমে বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা ৬৪। এছাড়া শরিক দল অগপ (অসম গণপরিষদ), UPPL, BPF-এর রয়েছে যথাক্রমে ৯, ৭ ও ৩ জন করে বিধায়ক। সেখানে কংগ্রেসের আসন সংখ্যা ২৬। AIUDF-র ১৫ জন সদস্য ও সিপিআইএম-এর ১ জন বিধায়ক। একজন শুধু নির্দল বিধায়ক রয়েছেন।