Advertisement

Abhishek Banerjee: 'দেশের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী', শাহকেই 'ঘুসপেটিয়া' বলে আক্রমণ অভিষেকের

অভিষেকের প্রশ্ন, 'অনুপ্রবেশ কি শুধু বাংলাতেই হয়? পহেলগাঁও বা দিল্লিতে যে ঘটনা ঘটেছে, তার দায় কে নেবে?' তাঁর দাবি, ওই সব জায়গায় তো তৃণমূল সরকার নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, আর সেই দায়িত্বে রয়েছেন অমিত শাহ। তাই কোথাও অনুপ্রবেশ বা নিরাপত্তার ব্যর্থতা হলে দায় এড়ানো যাবে না।

অমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবিঅমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 6:37 PM IST
  • রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে মঙ্গলবার ফের তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • তাঁর বক্তব্যের পাল্টা হিসেবে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে মঙ্গলবার ফের তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যের পাল্টা হিসেবে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক কটাক্ষ করেন, 'স্বাধীনতার পর দেশের সবচেয়ে ব্যর্থ ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ।'

অভিষেকের প্রশ্ন, 'অনুপ্রবেশ কি শুধু বাংলাতেই হয়? পহেলগাঁও বা দিল্লিতে যে ঘটনা ঘটেছে, তার দায় কে নেবে?' তাঁর দাবি, ওই সব জায়গায় তো তৃণমূল সরকার নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, আর সেই দায়িত্বে রয়েছেন অমিত শাহ। তাই কোথাও অনুপ্রবেশ বা নিরাপত্তার ব্যর্থতা হলে দায় এড়ানো যাবে না।

তৃণমূল সাংসদের আরও কটাক্ষ, 'বিজেপির সাংসদরাই বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ঘুসপেটিয়া। ২০১৪ সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায়, আর গত ছয় বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। এত বছর পরও যদি অনুপ্রবেশ বন্ধ না হয়, তার দায় তো তাঁকেই নিতে হবে। আগে পদত্যাগ করুন, তারপর কথা বলুন।'

অন্যদিকে, কলকাতায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ দাবি করেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না। তাঁর কথায়, 'গত ছয় বছরে সাতবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। তিনবার স্বরাষ্ট্রসচিব বাংলায় এসে বৈঠক করেছেন। তবু জমি পাওয়া যায়নি।'

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা আক্রমণ শানিয়েছেন। বাঁকুড়ার সভা থেকে তিনি বলেন, 'রাজ্য যদি জমি না দিত, তা হলে রেললাইন বা কয়লা প্রকল্প কীভাবে হয়েছে?' একই সঙ্গে তাঁর প্রশ্ন, 'শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?' পহেলগামের জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে তিনি জানতে চান, 'পহেলগামে কী হয়েছিল, তখন আপনারা কী করছিলেন?'
 

 

Read more!
Advertisement
Advertisement