
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলবদল। এবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী পার্নো মিত্র।
আসলে ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে রাজনীতির পথে হাঁটতে শুরু করেন পার্নো। এমনকী ২০২১ সালে তিনি গেরুয়া শিবিরের হয়ে বরানগর আসন থেকে বিধানসভা নির্বাচনেও লড়েন। তবে সেই ভোটে তিনি হেরে যান। সেই ভোটে জিতেছিলেন তৃণমূলের তাপস রায়। তবে এবার ৬ বছর পর তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন।
যতদূর জানা যাচ্ছে, ৩১ অক্টোবর, ১৯৮৫ সালে পার্নোর জন্ম। তিনি বাংলা সিনেমা এবং সিরিয়ালের পরিচিত মুখ। একাধিক চর্চিত ছবিতে তিনি কাজ করেছেন। তাঁর উল্লেযোগ্য ছবির মধ্যে রয়েছে 'রঞ্জনা আমি আর আসব না'। এমনকী বর্তমানে তিনি ওয়েব সিরিজও করেছেন। সেই সব ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়ও হচ্ছে।
তবে অভিনেত্রী পার্নো ২০১৯ সালে পা রাখেন রাজনীতির দুনিয়ায়। তিনি গেরুয়া পতাকার হাত ধরেই শুরু করেন রাজনীতি। যদিও ৬ বছর যেতেই তিনি এবার দল বদলাচ্ছেন। বিজেপি ছেড়ে তিনি পা রাখছেন তৃণমূলে। আর ছাব্বিশের ভোটের আগে এমন এক তারকা প্রার্থীর তৃণমূলে যোগদান নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে।
একদল মনে করছেন, ভোট মাত্র কয়েক মাস বাকি। হয়তো বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে পারেন পার্নো।তাই তিনি দল বদলালেন। এটাই প্রধান কারণ।
তবে অপর একটা দল আবার অন্য কথা বলছে। তাদের মতে, বিজেপি করার ফলে কিছুটা হলেও কাজ কমেছে পার্নোর। আর সেই কারণেই তিনি দল বদল করছেন।
যদিও এই বিষয়গুলি সম্পর্কে পার্নো বা তৃণমূল, কোনও পক্ষই মুখ খোলেনি। এখন দেখার দলে দলে যোগ দেওয়ার পর তিনি ঠিক কী বলেন। কোনও নতুন বার্তা পাওয়া যায় কি না তাঁর থেকে।