Advertisement

BJP voter list claim: ভোটার লিস্টে মৃতদের নাম কাটতে চাইছে না প্রশাসন, অভিযোগ বিজেপি বিধায়কের

SIR-এর খসড়া ভোটার লিস্টে থাকা মৃতদের নাম কাটতে চাইছে না প্রশাসন। এই ঘটনাকে ঘিরে BDO অফিসে তুলকালাম কাণ্ড ঘটনালেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই ধরনের ভুল সংশোধনের জন্য সাত নম্বর আপত্তি ফর্ম জমা দেওয়ার বিধান থাকলেও, সেই ফর্মই জমা নিচ্ছে না প্রশাসন। এমনই গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি।

বিবেকানন্দ বাউরিবিবেকানন্দ বাউরি
Aajtak Bangla
  • রঘুনাথপুর,
  • 15 Jan 2026,
  • अपडेटेड 6:26 PM IST
  • SIR-এর খসড়া ভোটার লিস্টে থাকা মৃতদের নাম কাটতে চাইছে না প্রশাসন
  • এই ঘটনাকে ঘিরে BDO অফিসে তুলকালাম কাণ্ড ঘটনালেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি
  • এমনই গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি

SIR-এর খসড়া ভোটার লিস্টে থাকা মৃতদের নাম কাটতে চাইছে না প্রশাসন। এই ঘটনাকে ঘিরে BDO অফিসে তুলকালাম কাণ্ড ঘটনালেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। 

SIR-প্রক্রিয়ায় ৭ নম্বর ফর্ম জমা নিচ্ছে না প্রশাসন। এই অভিযোগ তুলে বিডিও অফিসের বাইরে বসে বিক্ষোভ দেখালেন বিধায়ক। অভিযোগ উঠেছে, খসড়া তালিকায় এখনও একাধিক মৃত ভোটার ও স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের নাম রয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই ধরনের ভুল সংশোধনের জন্য সাত নম্বর আপত্তি ফর্ম জমা দেওয়ার বিধান থাকলেও, সেই ফর্মই জমা নিচ্ছে না প্রশাসন। এমনই গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি।

চাঞ্চল্যকর এই ঘটনা পুরুলিয়ার রঘুনাথপুরের। এই অভিযোগকে সামনে রেখেই রঘুনাথপুর বিডিও অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে শামিল হন রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা-কর্মী। বিডিও অফিসের সামনে বসে পড়ে তাঁরা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে সাত নম্বর ফর্ম গ্রহণের দাবি জানান। 

বিধায়ক বিবেকানন্দ বাউরির অভিযোগ, বিজেপি নেতা-কর্মীরা যখন নিয়ম মেনে সাত নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে যান, তখন রঘুনাথপুরের মহকুমা শাসক বা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেই ফর্ম নিতে অস্বীকার করছেন। এর ফলে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে বলে দাবি বিজেপির। 

বিধায়কের আরও অভিযোগ, শাসকদলের ভোট পরিচালনার যে কমিটি রয়েছে, সেই কমিটির সঙ্গে আইপ্যাক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই প্রশাসনের মাধ্যমে বিজেপিকে আপত্তি ফর্ম জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি বলেন, 'নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমরা সাত নম্বর ফর্ম জমা দিতে এসেছি। কিন্তু প্রশাসন তা নিচ্ছে না। এর পিছনে শাসক দলের ভোট পরিচালনার কমিটি এবং আইপ্যাক জড়িত রয়েছে। আমরা খুব শীঘ্রই মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই বিষয়টি জানাবো।'

বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা-কর্মীরা জানান, যদি অবিলম্বে সাত নম্বর ফরম গ্রহণ না করা হয়, তাহলে আগামিদিনে আন্দোলন আরও তীব্র করা হবে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার, নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং প্রশাসন আদৌ সাত নম্বর ফর্ম গ্রহণের বিষয়ে কোনও স্পষ্ট অবস্থান নেয় কিনা। এ বিষয়ে পুরুলিয়ার টিএমসিপি সভাপতি কিরীটি আচার্য বলেন, ফর্ম ৭-এর নাম করে বিবেকানন্দ বাউরি পথে নেমেছেন। গত পাঁচ বছরে তাঁকে কেউ দেখেননি। যাতে একটাও বৈধ ভোটার তাঁরা বাদ দিতে না পারে সেজন্য আমরা সচেতন রয়েছি। (রিপোর্টারঃ সুত্যজিৎ ব্যানার্জি)

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement