
কলকাতা থেকে ফের একবার অনুপ্রবেশ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে ২০২৬ সালের নির্বাচনে মূল ইস্যুগুলি নিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন তিনি। অমিত শাহের কথায় ঘুরে ফিরে এল অনুপ্রবেশ ইস্যুই। তিনি বলেন, "রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এমন মজবুত প্রশাসন তৈরি করা হবে, যা অনুপ্রবেশ রুখে দেবে। মানুষ তো দূর একটা পাখিও ঢুকতে পারবে না। শুধু অনুপ্রবেশ বন্ধই করব না, সব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে।"
তৃণমূলকে আক্রমণ করে শাহ বলেন, "এই রাজ্যে সরকার নিজেদের ভূমি দিয়ে দিচ্ছে অনুপ্রবেশের জন্য। এটা গোটা দেশের জন্য বিপজ্জনক। এই রাজ্য সরকার ৩৭০ ধারার বিরোধ করে, সব কিছুতে বিরোধ করে।"
সাংবাদিক বৈঠক থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নও করেন অমিত শাহ। তিনি বলেন, "কেন রাজ্য সরকার বর্ডার ফেন্সিং করার জন্য জমি দিচ্ছে না? ভৌগলিক দিক থেকে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ। অনুপ্রবেশকারীরা ঢুকে গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে। পুলিশ কি করছে? অসম, ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হয়েছে। গুজরাত, রাজস্থান, পাঞ্জাবে কেন অনুপ্রবেশ হয় না? কারণ আপনার সরকার এটা সমর্থন করে। অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, বর্তমানে এটি দেশের সুরক্ষা, সংস্কৃতি বাঁচানোর লড়াই। তাই সীমান্ত বন্ধ করতেই হবে।"
'খুঁজে খুঁজে দেশের বাইরে বের করে দেব'
এরপর আরও একধাপ এগিয়ে অমিত শাহ জানান, শুধু অনুপ্রবেশ বন্ধই না। যারা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছে। তাঁদেরও খুঁজে খুঁজে আইন মেনে দেশের বাইরে পাঠানো হবে।
বাংলা জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী শাহ
পাশাপাশি এদিন আগামী নির্বাচনে বিজেপির বাংলা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের সুর স্পষ্ট হয়ে ওঠে অমিত শাহের গলায়। তিনি বলেন, "১৫ এপ্রিল ২০২৬-এর পর যখন বিজেপি সরকার হবে তখন পশ্চিমবঙ্গের হৃত গৌরব আমরা পুনরুদ্ধার করব। আজ আমরা যখন বলছি ২০২৬ বিধানসভা নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে। তার জন্য যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে। "