Advertisement

SIR-এ মতুয়াদের নাম বাদ গেলে কী হবে? শাহ বললেন...

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে SIR নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা। SIR ইস্যুতে মতুয়াদের চিন্তা বাড়ছে, এক্ষেত্রে তাঁদের নাম কাটা গেলে কী হবে? এই প্রসঙ্গে সরাসরি উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

মতুয়াদের নিয়ে কী বললেন অমিত শাহমতুয়াদের নিয়ে কী বললেন অমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 2:19 PM IST
  • কলকাতা থেকে সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • সাংবাদিকদের প্রশ্নের উত্তরে SIR নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা।
  • অনুপ্রবেশ নিয়েও এদিন বক্তব্য রাখেন অমিত শাহ।

মঙ্গলবার কলকাতা থেকে সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে SIR নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা। SIR ইস্যুতে মতুয়াদের চিন্তা বাড়ছে, এক্ষেত্রে তাঁদের নাম কাটা গেলে কী হবে? এই প্রসঙ্গে সরাসরি উত্তর দিয়েছেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, "মতুয়াদের ভয় পাওয়ার কোনও দরকার নেই। যারা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন, তাঁরা সকলে ভারতীয় নাগরিক। কেউ মতুয়াদের বাইরে বের করতে পারবে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও না।"

পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও এদিন বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি বলেন, "রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এমন মজবুত প্রশাসন তৈরি করা হবে, যা অনুপ্রবেশ রুখে দেবে। মানুষ তো দূর একটা পাখিও ঢুকতে পারবে না। শুধু অনুপ্রবেশ বন্ধই করব না, সব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেব।"

অন্যদিকে অনুপ্রবেশের কারণ হিসেবে রাজ্যকেই দুষেছেন শাহ। তিনি বলেন, "এই রাজ্যে সরকার নিজেদের ভূমি দিয়ে দিচ্ছে অনুপ্রবেশের জন্য। এটা গোটা দেশের জন্য বিপজ্জনক।"

পাশাপাশি তিনি প্রশ্ন করেন, "যদি BSF-কে ফেন্সিং না করে দেওয়া হয়, তবে BSF সুরক্ষা দিতে পারে না। আমি বিষয়টি নিয়ে সাতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছি। কেন রাজ্য সরকার বর্ডার ফেন্সিং করার জন্য জমি দিচ্ছে না? ভৌগলিক দিক থেকে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ। অনুপ্রবেশকারীরা ঢুকে গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে। পুলিশ কি করছে? অসম, ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হয়েছে। গুজরাত, রাজস্থান, পাঞ্জাবে কেন অনুপ্রবেশ হয় না? কারণ আপনার সরকার এটা সমর্থন করে। অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, বর্তমানে এটি দেশের সুরক্ষা, সংস্কৃতি বাঁচানোর লড়াই। তাই সীমান্ত বন্ধ করতেই হবে।"


 
Read more!
Advertisement
Advertisement