Advertisement

West Bengal Election 2026 Date: ২০২৬ সালে বিধানসভা নির্বাচন কোন মাসে? শাহের জবাবেই যে স্পষ্ট ইঙ্গিত মিলল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে বঙ্গে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অমিত শাহ। অনুপ্রবেশ থেকে দুর্নীতি, মন্দির-মসজিদ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, সমস্ত ইস্যু নিয়ে সরাসরি জবাব দিলেন তিনি। একইসঙ্গে জানিয়ে দিলেন কবে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন।

অমিত শাহঅমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 1:23 PM IST
  • এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন
  • কলকাতায় এসে স্পষ্ট করলেন শাহ
  • ১৫ এপ্রিলের পর বাংলায় BJP সরকার গঠনের দাবি

ভোটের আগে বাংলায় এসে দলীয় স্তরে বৈঠকের পাশাপাশি সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলেন অমিত শাহ। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন বাংলায় ২০২৬ সালের নির্বাচনের সময়ও। 

বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দাবি করার পাশাপাশি, এ রাজ্যে ছাব্বিশের কোন তারিখে BJP সরকার প্রতিষ্ঠিত হবে, তা-ও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, 'আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ। এপ্রিল মাসে বিধানসভা ভোট হবে এই রাজ্যে।' এরপরই তিনি বলেন, '১৫ এপ্রিল ২০২৬-এর পর বাংলায় ক্ষমতায় আ্রসবে BJP।'

এবারের নির্বাচন হতে চলেছে অনুপ্রবেশ ইস্যুতে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, 'এপ্রিলে নির্বাচন হবে। ভয়, দুর্নীতি, কুশাসনে বাংলার মানুষ চিন্তিত, উদ্বিগ্ন এবং ভীত। এমন মজবুত রাষ্ট্রীয় গ্রিড বানাব যে বাংলায় অনুপ্রবেশ সমাপ্ত হয়ে যাবে। মানুষ কেন, পাখিও ঢুকতে পারবে না।' সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে তিনি বলেন, 'মমতাজি, এই সাংবাদিক বৈঠক থেকে আপনাকে জিজ্ঞাসা করছি, কোন সরকার আছে, যাঁরা বর্ডারে বেড়া দেএয়ার জন‍্য জমি দেয় না? আপনি জবাব না দিতে পারলে আমি দিচ্ছি। শুধু আপনার সরকারই এ রকম করে। পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী জবাব দিতে পারবেন, অসম, ত্রিপুরায় অনুপ্রবেশ কী ভাবে বন্ধ হয়েছে? আপনার প্রশ্রয়েই এখানে অনুপ্রবেশ হচ্ছে এবং তাঁদের আশ্রয় দেওয়া হচ্ছে।'

বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। এমনটাই বলেন অমিত শাহ। বাংলার মানুষের কাছে তাই তাঁর আর্জি, 'এমন মজবুত সরকার এখানে আনুন, যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে।'

 

Read more!
Advertisement
Advertisement