Advertisement

Amit Shah Live: 'চিকেনস নেক কারও বাবার জায়গা নাকি, বন্ধ করে দেবে!' হুঁশিয়ারি শাহের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের মধ্যেই। তার আগে কর্মীদের পেপ টক দিতে বাংলায় অমিত শাহ। ব্যারাকপুরে কর্মীসভা করছেন তিনি। কী বার্তা দেন ভোটের আগে, কর্মীদের চাঙ্গা করতে কী বলেন, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

অমিত শাহঅমিত শাহ
Aajtak Bangla
  • ব্যারাকপুর ,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 5:02 PM IST
  • মোমো ফ্যাক্টরির আগুন সরকারের দুর্নীতির ফল
  • আনন্দপুর নিয়ে বিস্ফোরক অমিত শাহ
  • ব্যারাকপুরের কর্মীসভায় কী বার্তা দিলেন?

শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন অমিত শাহের। বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুর, এই ৪টি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত। ভোট ঘোষণার আগেই তিনি বাংলার পদ্ম কর্মীদের পেপ টক দিয়ে চাঙ্গা করতে চাইছেন, তা এই সফরেই স্পষ্ট।

> 'চিকেনস নেক' প্রসঙ্গ উত্থাপন করে অমিত শাহ বললেন, 'উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি BJP-র দুর্ভেদ্য গড়। শিলিগুড়ি অঞ্চলকে গোটা দেশ ভালবাসে। শিলিগুড়ি উত্তরপূর্বে যাওয়ার রাস্তা। কিছু দিন আগে কয়েক জন দিল্লিতে স্লোগান তোলে, চিকেন নেককে বন্ধ করে দেবে। কেন বন্ধ করবে, কারও বাবার জমি নাকি! এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না।'

> অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, 'আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে BSF-এর জন্য জমি চেয়েছি। কিন্তু উনি দেননি। তবে হাইকোর্ট তাঁকে জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে তাঁকে সব জমি দিয়ে দিতে হবে। কিন্তু মমতাদিদি হাইকোর্টের অর্ডারও মানবে না। BJP-র মুখ্যমন্ত্রী এপ্রিলের শেষে শপথ নিয়ে ৪৫ দিনের মধ্যে সব জমি BSF-কে দিয়ে দেবে।' তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে ধরে ধরে প্রত্যেক অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাব। সেই জন্যই মমতা SIR-এ ভয় পাচ্ছেন।'

আরও পড়ুন

> বাংলার ২৩ নেতা-মন্ত্রী, যাঁরা দুর্নীতির দায়ে জেল খেটেছেন, তাঁদের এবার টিকিট না দিয়ে দেখান। যদি দুর্নীতির বিরুদ্ধেই হন তাহলে এই দৃষ্টান্ত স্থাপন করুন। মমতাকে চ্যালেঞ্জ শাহের। তবে তাঁর কথায়, 'উনি এমনটা করতে পারবেন না কারণ এঁদের টিকিট না দিলে তাঁরা ভাইপোর নাম বলে ফেলবে।'

> উত্তরবঙ্গের ২৮টি আসনই BJP জিতবে বলে দাবি করলেন অমিত শাহ। তিনি বলেন, 'হেলিকপ্টারে আসার সময়ে শুভেন্দুদা আমায় বলছিলেন, কয়েকটি আসন নিয়ে সমস্যা রয়েছে। আমি তাঁকে আশ্বাস দিয়েছি, সেই সব আসনেও আমরাই জিতব।'

> বন্দেমাতরম প্রসঙ্গে এদিন অমিত শাহ বলেন, 'যখন বন্দেমাতরম নিয়ে সংসদে আলোচনা হচ্ছিল, তৃণমূল তার বিরোধিতা করছিল। আমি বুঝতেই পারছিলাম না কেন তাঁর বন্দে মাতরমের বিরোধিতা করছে। আমি ওদেরই এক সাংসদকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ওঁদের অনুপ্রবেশকারী ভোটব্যাঙ্ক বন্দে মাতরম নিয়ে অসন্তুষ্ট। তাই তাঁরা বিরোধিতা করছেন। লজ্জা করুন মমতা। ভোটব্যাঙ্কের জন্য বন্দে মাতরমের বিরোধিতা করছেন আপনি।'

Advertisement

> ব্যারাকপুরের কর্মী সম্মেলন শেষ করে বেলা ৩টে ২০-তে বাগডোগরায় পৌঁছন অমিত শাহ। শিলিগুড়ির কর্মী সম্মেলন থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর কথায়, 'দিদি, আপনার থেকে তো কমিউনিস্টরা ভাল ছিল।' ২০২৬ বাংলার জন্য পরিবর্তনের বছর বলেও উল্লেখ করেন তিনি। 

> 'ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন মমতাজির চোখে ছানি ফেলেছে। ছানি অপারেশন করান, ভাল দেখতে পাবেন।' তীব্র কটাক্ষ শাহের। 

> মতুয়া সমাজ এবং নমঃশূদ্র সমাজের মানুষদের আশ্বস্ত করে অমিত শাহ বলেন, 'আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের ছুঁতেও পারবে না কেউ।'

> অমিত শাহ এদিন ভবিষ্যদ্বাণী করে বলেন, 'টানা ৩ বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। অন্ধ্রে আমরা সরকার গড়েছি। ওড়িশায় প্রথম বার গড়েছি সরকার। অরুণাচলে ৩ বার সরকার গড়েছি। দিল্লির পরে বিহারে গড়েছি। ২০২৬ সালে কেরলে তিরুঅনন্তপুর পুরসভায় প্রথম বার BJP জিতেছে। মুম্বইয়েও পুরসভা ভোটে জিতেছি। এ বার বাংলা।'

> কমিউনিস্টদের থেকে মুক্তি পেতে তৃণমূল সরকারকে এনেছিল বাংলার মানুষ। কিন্তু তৃণমূল এসে কাটমানি, ভাইপোর দাদাগিরি, পুলিশের ভুল প্রয়োগ, অনুপ্রবেশ একটা শিল্পে পরিণত করেছে। তিনি বলেন, 'এটা তৃণমূল সরকারকে টাটা বাই বাই করার বছর। আর BJP সরকারকে বহুল জনমতে আনার বছর।'

> বাংলায় এবার ৫০% ভোট পাবে BJP, ভবিষ্যদ্বাণী অমিত শাহের। তিনি বলেন, 'আমায় নিয়ে তো অনেক পরিহাস করেন। মমতাদি, রামসেতু যখন হয়েছিল রাবণও পরিহাস করেছিল, তাঁকে নাকি কেউ হারাবে না। ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট মিলেছে। ২০২১ সালের বিধানসভায় ৭৭টি ভোট পায় BJP। শুভেন্দু বিরোধী দলনেতা। এ বার ৩৮ শতাংশ থেকে ৪৫ শতাংশে লাফ দেবে BJP।'

> আনন্দপুর কেবলমাত্র একটি দুর্ঘটনা নয়। ২৫ জনের মৃত্যু হয়েছে, ২৭ জন নিখোঁজ। অমিত শাহ বলেন, 'এই মোম ফ্যাক্টরির মালিক কে জানেন, বিদেশে কার সফরসঙ্গী ছিলেন জানেন? কেন তাঁকে গ্রেফতার করা হল না?' মমতাকে তাঁর প্রশ্ন, 'মোমো কারখানায় আগুন, এটা কোনও দুর্ঘটনা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ফল।' আনন্দপুর কারখানা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি তুললেন তিনি। অপরাধীদের জেলে পাঠানোর দাবি তুললেন। তিনি জানান, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দুরা। তাঁদের বাধা দেওয়া হয়। তাঁর হুঁশিয়ারি, 'অগ্নিকাণ্ডে আপনার লোক শামিল মমতাজি। জলা জমিতে গুদাম হয়েছে। তা বাইরে থেকে কেন বন্ধ ছিল? ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। বাইরে আসতে পারেননি। মমতাজি, পর্দা দিতে চাইলে দিন।'

> বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, ‘আজ যখন বাংলায় এলাম, বিশাল কর্মী সম্মেলনে এলাম, তখন আনন্দপুরে মোমো কারখানায় মৃতদের শ্রদ্ধা জানিয়ে কথা শুরু করছি। এটা দুর্ঘটনা নয়। মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতির কারণে হয়েছে। এই নিয়ে পরে কথা বলছি।’

> 'বাংলায় BJP সরকার গঠন করতে হবে তো? তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে তো? তাহলে দু'হাত তুলে জোরে স্লোগান তুলুন, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। বন্দে মারতম।' ভাষণের শুরুতে এভাবেই কর্মীদের উজ্জীবিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

রিফ্রেশ করতে থাকুন...

Read more!
Advertisement
Advertisement