Advertisement

Khagen Murmu-Aruna Mardi : তৃণমূলে যোগ দিলেন BJP সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা, কেন? জানালেন কারণও

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি।

তৃণমূলে খগেন মুর্মুর স্ত্রী তৃণমূলে খগেন মুর্মুর স্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি
  • জানালেন কারণও

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে রাজ্যের শাসকদলে নাম লেখালেন।  

ব্রাত্য বসু জানান, অরুণা মার্ডি একসময় সিপিআইএম করতেন। গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন। পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর স্বামী খগেন মুর্মুও সিপিএম করতেন। তিনি এখন বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন। ব্রাত্য বসুর আরও দাবি, মালদা জেলা বিজেপির একাধিক পদে ছিলেন অরুণা মার্ডি। 

কেন তৃণমূলে যোগ দিবেন অরুণা মার্ডি? ব্রাত্য বসুর দাবি, উন্নয়নের জন্য খগেন মুর্মুর স্ত্রী এখন তৃণমূলে যোগ দিচ্ছেন। তবে সবাইকে দলে নেওয়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন একথা। 

অরুণা মার্ডি এই যোগদান নিয়ে জানান, তাঁর মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ ভালো লাগে। সেজন্য ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। তপশিলি জাতি ও উপজাতি মানুষের স্বার্থে কাজ করা তাঁর লক্ষ্য। 

খগেন মুর্মুর প্রসঙ্গে অরুণা বলেন, 'প্রত্যেকের রাজনীতি করার স্বাধীনতা আছে। উনি বিজেপির সাংসদ। সিপিআইম থেকে সেই দলে গিয়েছিলেন। আমার অভিষেক ও মমতা বন্দ্য়োপাধ্যায়কে ভালো লাগে সেকারণে এই দলে এলাম। ভারতীয় রাজনীতিতে এটা নতুন কিছু নয়। মতের অমিল থাকতেই পারে।'

মালদা জেলার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত খগেন মুর্মু। আদিবাসী নেতা হিসেবে তিনি পরিচিত। ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। তার আগে ছিলেন সিপিআইএম-এর বিধায়ক। হাবিবপুর কেন্দ্র থেকে তিনবার বিধায়ক ছিলেন তিনি। 


Read more!
Advertisement
Advertisement