Advertisement

West Bengal Politics: TMC-র 'উন্নয়নের পাঁচালি'র পাল্টা এবার BJP-র 'চার্জশিট', কী রকম?

উন্নয়নের পাঁচালি নিয়ে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বুথ ভিত্তিক জনসংযোগে নয়া কর্মসূচি নিয়েছে শাসক দল। এদিকে পাল্টা ভোটের আগে তৃণমূল বিধায়কদের পারফর্ম্যান্স নিয়ে 'চার্জশিট' তৈরি করেছে বিজেপি।

রাজ্যের সব বিধানসভার চার্জশিট প্রকাশরাজ্যের সব বিধানসভার চার্জশিট প্রকাশ
পীযূষ মিশ্র
  • কলকাতা,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 12:25 PM IST

উন্নয়নের পাঁচালি নিয়ে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বুথ ভিত্তিক জনসংযোগে নয়া কর্মসূচি নিয়েছে শাসক দল। এদিকে পাল্টা  ভোটের আগে তৃণমূল বিধায়কদের পারফর্ম্যান্স নিয়ে 'চার্জশিট' তৈরি করেছে বিজেপি। সম্প্রতী কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়ে গিয়েছেন যে, বাংলায় এ বারের বিধানসভা ভোট অনুপ্রবেশ ইস্যুতে হতে চলেছে। কিন্তু শুধু অনুপ্রবেশ সমস্যাকে হাতিয়ার করেই কি এ বারের নির্বাচনী বৈতরণী উতরাতে পারবে বিজেপি? পদ্ম–নেতাদের একাংশের উপলব্ধি, অনুপ্রবেশ অবশ্যই সব থেকে বড় ইস্যু। তা নিয়ে লাগাতার আন্দোল‍নও চা‍লিয়ে যেতে হবে। কিন্তু অনুপ্রবেশ ইস্যুতে ফোকাস করতে গিয়ে এলাকাভিত্তিক স্থানীয় সমস্যাগুলি উপেক্ষা করলে চালে ভুল হবে। তাই বিধানসভাভিত্তিক 'চার্জশিট' তৈরির কৌশল নিয়েছে গেরুয়া ব্রিগেড।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ তীব্র করতে ৫টি বিধানসভা আসনে টিএমসি সরকারের বিরুদ্ধে বিস্তারিত 'চার্জশিট' ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে  ব্যাপক দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং মৌলিক নাগরিক দায়িত্বের অবহেলার অভিযোগ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা 'চার্জশিট' তৈরি হয়েছে। প্রতিটি চার্জশিটে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সমস্যাগুলি। যেমন, কোনও বিধানসভার কেন্দ্রের কোন কোন এলাকায় রাস্তা খারাপ, একটু বৃষ্টিতেই কোথায় জল জমে, নিকাশি ব্যবস্থা কোথায় ভেঙে পড়েছে, কোন পাড়ায় বেশি বেআইনি নির্মাণ হচ্ছে। মানুষের এ রকম দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সমস্যাগুলি ক্রমান্বয়ে সাজানো হয়েছে বিজেপির 'চার্জশিট'–এ।

বিজেপি নেতাদের মতে, এই চার্জশিটগুলি সমগ্র রাজ্য জুড়ে নির্বাচনী এলাকাভিত্তিক রিপোর্ট কার্ড প্রকাশের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে টিএমসি শাসনকালে বাসিন্দাদের  সম্মুখীন হওয়া এলাকাভিত্তিক  সমস্যাগুলি নথিভুক্ত করা হয়েছে।  বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের পরামর্শেই এবার এমন কৌশল নিয়েছে গেরুয়া শিবির।

প্রতিটি বিধানসভা এলাকার জন্য দু’পাতার চার্জশিট বানানো হয়েছে। যেমন হাওড়ার শিবপুর, পুরুলিয়ার বাঘমুণ্ডি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ইত্যাদি। দলের নিচুতলার কর্মীদের দিয়েই বাড়ি বাড়ি তা বিলি করার কাজ শুরু হয়েছে বলে বিজেপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন। স্থানীয় ইস্যু নিয়ে রাজ্য নেতাদের আন্দোলনের পরামর্শ এর আগে বহুবার দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বুথস্তরে বা নিচুতলায় সংগঠন একেবারেই ছিল না একুশের বিধানসভা ভোটের সময়। এবার ছাব্বিশের ভোটের আগে নিচুতলায় সংগঠন কিছুটা সবল হলেও বুথস্তরে প্রচারে কর্মীদের কতটা নামানো যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু সেই পরিস্থিতিতে এবার স্থানীয় সমস্যা নিয়ে বিধানসভা ভিত্তিক ঝাঁপিয়ে পড়ার উপরই বেশি জোর দেওয়া হয়েছে। 

Advertisement

স্থানীয় সমস্যা নিয়ে প্রচার করতে না পারলে যে সাফল্য আসবে না, তা বুঝেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই নিচুতলায় প্রচারে জোর দিতে বঙ্গ বিজেপি এবার এই নতুন ধরনের কৌশল নিয়েছে। প্রতিটি বিধানসভা থেকে ২০-২৫ টি করে ইস্যু জেলার নেতাদের থেকে নেওয়া হয়েছিল। সেইমতোই তৈরি হয়েছে বিজেপির দলীয় চার্জশিট। 

চার্জশিটগুলি বেশ কয়েকটি নির্বাচনী এলাকার, বিশেষ করে হাওড়া-শিবপুর অঞ্চলে নাগরিক জীবনের এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। বিজেপির অভিযোগ, দুর্নীতি ও অব্যবস্থার কারণে বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং স্বচ্ছ ভারত মিশনের মতো গুরুত্বপূর্ণ কল্যাণমূলক প্রকল্পগুলি  ব্যর্থ হয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে শিবপুর, চতুর্ভুজ পাড়া এবং সংলগ্ন এলাকায় স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর এবং রাজনৈতিকভাবে সুরক্ষিত নির্মাতাদের সরাসরি যোগ থাকার কারণে অননুমোদিত বহুতল ভবন গড়ে উঠেছে। চার্জশিটে এসএসসি নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলিও পুনর্ব্যক্ত করা হয়েছে, দাবি করা হয়েছে যে যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন এবং রাজনৈতিক যোগ থাকা ব্যক্তিদের কাছে পদ বিক্রি করা হয়েছে। বিজেপি তৃণমূল-সমর্থিত শিক্ষক সংগঠনগুলির সঙ্গে যুক্ত নেতাদের নাম উল্লেখ করেছে, তাদের বিরুদ্ধে দুর্নীতি থেকে লাভবান হওয়ার অভিযোগ উঠেছে।
 

Read more!
Advertisement
Advertisement