
তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীনভাবে নিশানা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেছেন, 'অভিষেক যদি বাঁকুড়ায় আসেন তাহলে সঙ্গে বউদিকেও সঙ্গে নিয়ে র্যাম্পে হাঁটবেন। তাহলে আরও বুঝতে পারবে এয়ারপোর্ট থেকে সোনা চুরি হয়েছিল।' এ দিকে দলের সেনাপতিকে এই হুঁশিয়ারি দেওয়ায় বসে নেই তৃণমূলও। তৃণমূলের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্যের ওই সাংসদকে। তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি সংযত হন।
সোমবার, ১২ জানুয়ারি, যুব দিবস উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। সেই পদযাত্রায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়কগনের পাশাপাশি পা মেলান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পরে এই পদযাত্রা শেষে বিষ্ণুপুর শহরের চকবাজারে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
মাইক হাতে তিনি বলেন, 'কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার শালতোড়ায় RAMP-এ হেঁটে গেলেন। আমি অভিষেক ব্যানার্জি কে অনুরোধ করবো বাঁকুড়ায় যদি আসেন বৌদিকেও সঙ্গে নিয়ে RAMP-এ হাঁটবেন,তাহলে আমরা বুঝতে পারবো এয়ারপোর্ট থেকে সোনা চুরি হয়েছিল।'
সাংসদ সৌমিত্র খাঁয়ের এই মন্তব্য কে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন, 'রাজনৈতিকভাবে পেরে উঠছে না সৌমিত্র বাবু,তাই ব্যক্তি আক্রমণ করছেন,ওনারও অনেক কিছু ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস কখনো মন্তব্য করেনা,সংযত হন।' (রিপোর্টারঃ নির্ভীক চৌধুরী)