
এসআইআর (Special Intensive Revision) ঘিরে মতুয়া সমাজের উদ্বেগের মাঝেই নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর মন্তব্যে ইঙ্গিত মিলেছে, ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ১ লক্ষ মতুয়া ভোটারের নাম বাদ যেতে পারে। এই বক্তব্য সামনে আসতেই মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে আতঙ্ক ও প্রশ্ন বেড়েছে।
সোমবার বনগাঁর গাড়াপোতায় বিজেপির একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, 'ভোটার তালিকা থেকে যদি ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যায়, সেখানে আমাদের ১ লক্ষ লোকের নাম বাদ গেলে সেটুকু আমাদের সহ্য করতে হবে।' তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী আরও যুক্তি দেন, 'ওদেশ থেকে এরা সবাই প্রাণ হাতে করে এসেছিল।' তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগ, মতুয়া ভোটারদের ভবিষ্যৎ নিয়ে বিজেপি নিজেই অনিশ্চয়তা তৈরি করছে।
শান্তনু ঠাকুরের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন হরিণঘাটার তৃণমূল বিধায়ক অসীম সরকার। তিনি বলেন, 'শান্তনু ঠাকুর হয়তো আন্দাজে কথা বলছেন। তাঁর বক্তব্যের অপব্যাখ্যাও হতে পারে। স্বাভাবিক নিয়মেই ভোটার তালিকায় কিছু নাম বাদ যায়।' অসীম সরকারের দাবি, এসআইআর প্রক্রিয়ায় বহু মৃত ভোটারের নাম বাদ পড়বে, আবার যাঁরা নিয়ম অনুযায়ী ভোটার হওয়ার যোগ্য নন, তাঁদের নামও বাদ যাবে, এটাই স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
তিনি আরও স্পষ্ট করে বলেন, 'ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই নাগরিকত্ব চলে যায় না। এটা মানুষকে বুঝতে হবে। যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ফের আবেদন করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন।' তাঁর দাবি, তিনি নিজে তাঁর বিধানসভা এলাকায় যেসব ভোটারের নাম বাদ যাচ্ছে, সেগুলি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।
মতুয়া সমাজের উদ্দেশে আশ্বাস দিয়ে অসীম সরকার বলেন, 'মতুয়া ভোট সুরক্ষিত রয়েছে। এই নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে অযথা আতঙ্কের রূপ দেওয়া হচ্ছে।' তাঁর মতে, প্রশাসনিক নিয়ম মেনেই ভোটার তালিকা সংশোধন হবে এবং এতে কোনও সম্প্রদায়ের অধিকার খর্ব হবে না।