Advertisement

SIR: শুনানি আতঙ্কে আত্মহত্যায় কমিশনারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ, কড়া বিবৃতি CEO দফতরের

পুরুলিয়ায় এক ব্যক্তি শুনানি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতের ছেলে এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। এই মর্মে কড়া বিবৃতি জারি করল CEO দফতর।

নির্বাচন কমিশননির্বাচন কমিশন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 8:32 AM IST
  • শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পুরুলিয়ায়
  • পুলিশের দ্বারস্থ মৃতের ছেলে
  • অভিযোগ খারিজ করল CEO দফতর

নয়াদিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বুধবার সাক্ষাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানিয়েছেন, কমিশনকে একগুচ্ছ প্রশ্ন করা হলেও কোনও সদুত্তর মেলেনি। একইসঙ্গে শুনানি আতঙ্কে রাজ্যে মৃত্যু নিয়েও অভিযোগের আঙুল তোলা হয়েছে কমিশনের দিকে। এই নিয়ে এবার মুখ খুলল পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিকের দফতর। SIR প্রক্রিয়া নিয়ে কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ সাফ খারিজ করা হয়েছে। দফতরের বিবৃতিতে অভিযোগগুলিকে 'পূর্বপরিকল্পিত এবং ভিত্তিহীন' বলে উল্লেখ করা হয়েছে। 

CEO, West Bengal-এর তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, তারা জানতে পেরেছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। 

এই বিবৃতি আসে পুরুলিয়া জেলায় ৮২ বছর বয়সী দুর্জন মাঝির মৃত্যুর ঘটনার পর। সোমবার তিনি রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে খবর। পাড়া ব্লক উন্নয়ন আধিকারিকদের দফতরে SIR সংক্রান্ত একটি শুনানিতে হাজির হওয়ার কথা ছিল তাঁর। দুর্জন মাঝির ছেলে কানাইয়ের দাবি, 'খসড়া ভোটার তালিকায় বাবার নাম না থাকায় শুনানির নোটিশ পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিল।' কানাই মাঝি তাঁর বাবার মৃত্যুর জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের CEO মনোজ কুমার আগরওয়ালকে দায়ী করে পুলিশে অভিযোগ দায়ের করেন। 

CEO দফতর অভিযোগগুলিকে 'আইন মেনে দায়িত্ব পালনকারী আধিকারিকদের ভয় দেখানোর এক প্রচেষ্টা' বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, SIR প্রক্রিয়াকে ব্যাহত করতে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে নেওয়া এ ধরনের ভীতিপ্রদর্শনের কৌশল ব্যর্থ হবে। পাশাপাশি, ধারাবাহিক ও মনগড়া অভিযোগের পিছনে থাকা ষড়যন্ত্র উদঘাটনে কোনও খামতি রাখা হবে না বলেও জানিয়েছে কমিশন। 

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, রাজ্যের নির্বাচন কমিশন জনস্বার্থে দৃঢ়তা এবং সততার সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 

Advertisement

এদিকে, নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে। যেখানে বলা হয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সী ভোটার, অসুস্থ ব্যক্তি কিংবা বিশেষ ভাবে সক্ষমরা যদি নিজেরা বা তাঁদের পক্ষে কেউ অনুরোধ জানান, তবে তাঁদের ব্যক্তিগত শুনানির জন্য ডাকা না-ও হতে পারে। 

অন্যদিকে, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতি এবং নির্বাচন কমিশনের প্রধান সচিব এসবি যোশী হাওড়া জেলায় গিয়ে SIR প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং শুনানির সময়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। 

 

Read more!
Advertisement
Advertisement