
৮ মাস ব্রাত্য থাকার পর ফের 'কদর' পেলেন দিলীপ ঘোষ। বঙ্গে এসেই দিলীপ ঘোষকে ডেকে একান্তে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলীপ আবারও দলে বড় দায়িত্ব পেতে পারেন বলে খবর দলীয় সূত্রে। এই নিয়ে সংবাদমাধ্যমে এবার মুখ খুললেন একদা অভিমানী দলের প্রাক্তন রাজ্য সভাপতি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানান, বঙ্গে এসে অমিত শাহ আলাদা করে বৈঠক করেছেন তাঁর সঙ্গে। তিনি বলেন, 'ভেবেছিলাম দলে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। কিন্তু কাল অমিত শাহজি ডাকলেন আমায়। আমার সঙ্গে আলাদা করে বৈঠক করলেন। আমায় বললেন, লেগে পড়ুন। আমি বললাম, আমি তো লেগেই আছি। কাজ তো দিতে হবে।' অমিত শাহের থেকে তিনি যথেষ্ট আশ্বাস পেয়েছেন বলেই জানান দিলীপ ঘোষ।
বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে একমুখী লড়াই করতে হবে, মনে করছেন দিলীপ ঘোষ। ভোটেও লড়তে ইচ্ছুক তিনি। দিলীপের কথায়, 'বাংলায় জিততে গেলে সবাইকেই লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী রয়েছেন, যাঁরা মার খেয়েছেন, জেল খেটেছেন। অমিত শাহ বলেছেন, ভোটে পড়ে থাকতে হবে। এতদিন সর্বভারতীয় স্তরে পদাধিকারী ছিলাম, ভোটে লড়েছিলাম। তাই আমায় কাজে লাগাতে পারেননি। এবার পার্টির মনে হয়েছে আমায় প্রয়োজন। এবার বোধহয় পার্টি মনে করছে সবাইকে যুক্ত করার দরকার আছে।'
কোন আসন থেকে ভোটে লড়তে চান দিলীপ ঘোষ? জবাবে BJP নেতা বলেন, 'জনপ্রতিনিধি হয়ে লড়াইয়ের গুরুত্ব বেশি। সেটাই করতে হবে। খড়গপুরের সঙ্গে আবেগ জড়িত। ওটাই আমার পছন্দের আসন। সেখান থেকেই লড়তে চাই। অন্য আসনে লড়তে হয়েছিল ঠিকই কিন্তু তার ফল কী হয়েছে পার্টি বুঝেছে, শিক্ষা নিয়েছে। যেভাবে আমায় নির্বাচনে লড়ানো হয়েছিল, তা মনের মতো ছিল না। তবে এখনও আমায় কোনও দায়িত্ব দেওয়া হয়নি। নির্বাচনে লড়া থেকে ঝান্ডা ধরার কাজ, সবরকমই করতে হবে।'
বৃহস্পতিবার দুপুরেই দলের রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক রয়েছে দিলীপ ঘোষের। অমিত শাহের সামনে ইতিমধ্যেই তিনি খড়গপুর আসন থেকে ভোটে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছেন।
তবে দলে কি তাঁকে কোনঠাসা করা হয়েছিল? এর উত্তরে দিলীপ বলেন, 'এটাই তো রাজনীতি। কখনও কেউ কোনঠাসা করবে, কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমি সেই পরিস্থিতির সঙ্গে লড়ে বেরিয়ে এসেছি।'