Advertisement

বাংলার SIR-এ বিশেষ নজর নির্বাচন কমিশনের, দিল্লি থেকে আসছেন ৪ স্পেশাল অবজার্ভার

বাংলায় SIR নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন । সেই লক্ষ্যে SIR-এর কাজের উপর নজর রাখতে রাজ্যে আরও  চার বিশেষ রোল অবজার্ভার (SRO) নিয়োগ করল নির্বাচন কমিশন৷ জানানো হয়েছে, SIR প্রক্রিয়া যেন কঠোরভাবে অনুসরণ করা হয়, তা সুনিশ্চিত করতে রাজ্যে আসছেন এই চার স্পেশাল রোল অবজার্ভার। 

রাজ্যে আরও ৪ স্পেশাল রোল অবজার্ভাররাজ্যে আরও ৪ স্পেশাল রোল অবজার্ভার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 10:45 AM IST
  • বাংলায় SIR নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন ।
  • রাজ্যে আসছেন চার স্পেশাল রোল অবজার্ভার।
  • মাইক্রো অবজার্ভারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

বাংলায় SIR নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন । সেই লক্ষ্যে SIR-এর কাজের উপর নজর রাখতে রাজ্যে আরও  চার বিশেষ রোল অবজার্ভার (SRO) নিয়োগ করল নির্বাচন কমিশন৷ জানানো হয়েছে, SIR প্রক্রিয়া যেন কঠোরভাবে অনুসরণ করা হয়, তা সুনিশ্চিত করতে রাজ্যে আসছেন এই চার স্পেশাল রোল অবজার্ভার। 

কমিশনের তরফে জানানো হয়েছে, এই নয়া চার স্পেশাল রোল অবজার্ভার হলেন বিকাশ সিং, সন্দীপ রেওয়াজি রাঠৌর, রতন বিশ্বাস ও ডক্টর শৈলেশ। কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বসবেন এই চার আধিকারিক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা প্রয়োজনে রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে পারেন। বিশেষ বিষয় হল, এর আগে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে এই রাজ্যের স্পেশাল রোল অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছিল। 

অন্যদিকে, মাইক্রো অবজার্ভারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বুথ লেভেল অফিসার বা BLO, AERO ও ERO-দের কাজে যেন কোনও গাফিলতি না থাকে তা নিয়ে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, শনিবার SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করে  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া ভোটারদের অন্তর্ভুক্তি করার বদলে ক্রমশ জোরজবরদস্তি ও আতঙ্ক সৃষ্টির হাতিয়ারে পরিণত হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, এই ভাবে SIR প্রক্রিয়ার জেরে রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এর ফলেই এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। এই  বিপর্যয়কে তিনি 'গভীরভাবে উদ্বেগজনক' বলে আখ্যা দিয়েছেন।

চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জন আত্মহত্যার চেষ্টা করেন। এবং ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নামের বানান সামান্য বদল হলে কিংবা বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৮-১৯ হলেই হিয়ারিংয়ে ডেকে কেন হয়রানি করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন মমতা। চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা লেখেন, “যদিও দেরি হয়ে গিয়েছে। তবু আশা করি, মানুষের হয়রানি কমাতে উপযুক্ত পদক্ষেপ করবেন।”
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement