
ফুরফুরায় গিয়েও নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে পারলেন না হুমায়ুন কবীর। এরপরেই রেগে আগুন হয়ে গেলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। ISF-এর সঙ্গে জোট হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে লড়াইয়ের বার্তা দিয়েছেন হুমায়ুন কবীর। এর জন্য তিনি গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি। আর তাই ভোটের ঘুঁটি সাজাতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন হুমায়ুন। এই পরিস্থিতিতে জোট প্রস্তাব নিয়ে শুক্রবার ফুরফুরা শরিফে যান হুমায়ুন। তবে শূন্য হাতেই ফিরতে হল হুমায়ুনকে। কারণ, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর সঙ্গে তাঁর দেখাই হয়নি।
ফুরফুরা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন- "বিজেপিকে হারাতে আর তৃণমূলকে তাড়াতে এক হয়ে লড়ার ডাক দিচ্ছি। আমি ভনিতা করে কারোর সঙ্গে কথা বলিনা। আমি যাই করি সোজাসুজি করি। খোলাখুলি বলছি, যদি ওনার (নওশাদ) মনে হয় উনি একা লড়ে পারবেন, তাহলে এক লড়তে পারেন। এবিষয়ে কাউকে চিঠি দেব না। তাতে জোট না হলে না হবে।"
তবে নওশাদ নিজের অবস্থান পরিস্কার করে বলেন, "ওনার উদ্দেশ্য যদি পরিস্কার হয়, তাহলে অবশ্যই কথা বলব। উনি আমার ঘরের অতিথি। এখানেই সবাই আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছেন। এখানে কারোর আসতে বাধা নেই। এখনও পর্যন্ত আমাদের মধ্যে অফিসিয়ালি কোনও কথা হয়নি।"