Advertisement

Humayun Kabir: 'মুখ্যমন্ত্রী RSS-এর সঙ্গে যুক্ত,' মন্তব্য হুমায়ুনের, জানালেন মুসলিমদের নিয়ে নিজের 'প্ল্যানও'

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীরের এবার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় RSS-এর সঙ্গে জড়িত। সে কারণেই তিনি নিজে অন্য পরিকল্পনা নিয়েছেন মুসলিমদের জন্য। নিজের প্ল্যানও শেয়ার করেছেন বাংলায় নতুন দল গড়া এই বিধায়ক।

 হুমায়ুন কবীর হুমায়ুন কবীর
Aajtak Bangla
  • ভরতপুর, মুর্শিদাবাদ ,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 11:37 AM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় RSS-এর সঙ্গে জড়িত
  • হুমায়ুন কবীরের এবার দাবি এমনটাই
  • নিজের পরিকল্পনাও শেয়ার করলেন হুমায়ুন

মমতা বন্দ্যোপাধ্যায় RSS-এর সঙ্গে যুক্ত বলে বড়সড় দাবি করলেন হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য, 'মোহন ভাগবত বাংলায় এসে যা বলে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন কারণ আমাদের মুখ্যমনন্ত্রী তো আসলে RSS-এর সঙ্গে জড়িত।'

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনিই কিংমেকার হতে চলেছেন বলে বারবার নিজেকে দাবি করছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ইতিমধ্যেই তিনি নিজের নয়া দল গঠন করে একাধিক কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন। তবে BJP-র বক্তব্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশেই এ সব করছেন। আবার হুমায়ুনের দলকে BJP-র বি টিম বলছেন শাসকদলের নেতারা। 

এর মাঝে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীরের দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় RSS-এর সঙ্গে জড়িত বলেই তো আমি এই রাজ্যে মুসলিমদের জন্য কিছু করতে চাইছি। মুসলিমদের বোঝানোর চেষ্টা করছি। হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারী কাজ করছেন যখন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আপত্তি হচ্ছে না, তাহলে আমি মুসলিমদের জন্য কাজ করব, তাতে সমস্যা কোথায়?'

দুর্গাঙ্গনের শিলান্যাস নিয়েও সরব হয়েছেন হুমায়ুন। তাঁর বক্তব্য, 'এই যে সরকারি টাকায় দুর্গাঙ্গনের শিলান্যাস হল, BJP চুপ কেন? অন্যান্য ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আদালতে যায়, এ ক্ষেত্রে যাচ্ছে না কেন? তাহলে বুঝতে হবে বাংলায় BJP আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই কিছু না কিছু যোগ আছে। আমাদের বলছে গদ্দার, BJP-র টাকা নিয়ে পার্টি করেছি। এবার বুঝতে হবে মানুষকে, BJP আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য কী আছে?'
 

 

Read more!
Advertisement
Advertisement