
দেশজুড়ে SIR নিয়ে চর্চা চলছে। প্রাথমিক পর্বে খসড়া তালিকা প্রকাশের পর এবার চলছে শুনানির পালা। হিয়ারিংয়ে ডাকা হচ্ছে বহু ভোটারকে। কিন্তু এরই মধ্যে আলোচনার শিরোনামে এসেছে মতুয়া কার্ড ও হিন্দু কার্ড। উত্তর ২৪ পরগনার বনগাঁ, বামনগাছি, ঠাকুরনগর, গোবরডাঙা-সহ বিস্তীর্ণ এলাকায় SIR আবহে 'হিন্দু কার্ড' বিতরণ করা হয়েছিল। কিছুটা একই চিত্র ধরা পড়েছিল দঃ ২৪ পরগনাতেও। বহু মানুষকে আশ্বাস দেওয়া হয়েছিল, এই কার্ড দেখিয়ে নাম তোলা যাবে SIR লিস্টে! আবার SIR আতঙ্কে ঠাকুরনগরে মতুয়া কার্ড তোলার লাইনেও ভিড় করেছিলেন বহু মতুয়া।
হিন্দু কার্ড বা মতুয়া কার্ড থাকলে কী SIR-এর ক্ষেত্রে কোনও বিশেষ সুবিধা পাওয়া যায়?
হিন্দু কার্ডধারী বেশ কিছু ভোটারের বক্তব্য তাঁদের থেকে রীতিমতো টাকা নিয়েই এই কার্ড দেওয়া হয়েছিল। মতুয়া কার্ডের ক্ষেত্রেও বিষয়টি একই। কিন্তু বর্তমানে সেই ভোটাররা জানাচ্ছেন, হিন্দু কার্ড বা মতুয়া কার্ডে তাঁরা SIR -এ কোনও সুবিধাই পাচ্ছেন না। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন, কেন তবে SIR আবহে এমন হুড়োতাড়া করে টাকার বিনিময়ে এই কার্ড দেওয়া হল?
BLO-কী বলছেন?
গোবরডাঙা এলাকার BLO হীরক বিশ্বাস Bengali.aajtak.in-কে জানান, "আমি বেশ কয়েকটি ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছি। কিন্তু আমাদের হিন্দু কার্ড বা মতুয়া কার্ড নিয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।" তিনি সাফ জানান, "হিন্দু কার্ড বা মতুয়া কার্ড দিয়ে SIR-এ কোনও সুবিধা পাওয়া যাবে না। কারণ তেমন কোনও নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফে আমাদের দেওয়া হয়নি। যদিও আমি শুনেছি বেশ কিছু ভোটার মতুয়া কার্ড তোলার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু আদতে ভোটার তালিকায় নাম তুলতে এটার কোনও দরকার নেই।"
মতুয়া কার্ড, হিন্দু কার্ড কি নিজের কাছে রাখতে পারেন?
SIR আবহে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও বসেছিল মতুয়া কার্ড দেওয়ার ক্যাম্প। যে কোনও গোষ্ঠী বা সম্প্রদায় নির্দিষ্ট নিয়ম মেনে নিজেদের উদ্যোগে এমন কার্ড বিলি করতেই পারে। এমনকি সেই সম্প্রদায়ভুক্ত লোকেরা চাইলে মতুয়া কার্ড নিতেও পারেন। এতে কোনও অসুবিধাই নেই। কিন্তু এই কার্ড দেখিয়ে SIR এ নাম তোলার যে কোনও সম্ভাবনা এখন পর্যন্ত নেই, তা দিনের আলোর মতোই স্পষ্ট।