
বাংলায় ছাব্বিশের ভোটের দামামা বেজে গিয়েছে। আর এমন উত্তপ্ত আবহেই ৮ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলায় আসছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।
দুই দিনের বাংলা সফরে আসছেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার একাধিক সভা করবেন তিনি। সেই সব সভায় তিনি বিজেপির ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন বলেই জানা গিয়েছে।
এখানেই শেষ নয়, এই সফরে নাড্ডা জেলার সব সভাপতিদের উদ্দেশে নির্দিষ্ট কিছু বার্তা দেবেন। পাশাপাশি পার্টির বিভিন্ন বিভাগের কার্যকর্তা এবং প্রবাসী কার্যকর্তাদেরও তিনি পরামর্শ দেবেন বলে বিজেপির তরফে বুধবার জানান হয়েছে। এছাড়া জাতীয় সভাপতি রাজ্যে বিজেপির কোর কমিটির সঙ্গেও আলোচনায় বসবেন। সেখানে তিনি ভোটের রণনীতি নিয়ে বার্তা দিতে পারেন বলেও খবর।
মাথায় রাখতে হবে ২০২৬ সালের ভোট নিয়ে খুবই তৎপর বিজেপি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে উৎখাত করার কাজে কোনও চেষ্টার ত্রুটি রাখতে চাইছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। যেই কারণে এবার ভোট যুদ্ধে বিজেপিকে কেন্দ্রের তরফ থেকে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই কয়েক দিন আগেই বাংলা থেকে ঘুরে গিয়েছেন।
নিজের সফর চলাকালীন অমিত শাহ বঙ্গ বিজেপির ভোটের টোন ঠিক করে দিয়ে যান। তিনি অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে ঘায়েল করেন। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির জন্য ভোটের টার্গেটও ঠিক করে দিয়ে যান তিনি। ছাব্বিশের ভোটে দুই-তৃতীয়াংশ আসন জেতার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন। আর সেই টার্গেট নিয়েই মাঠে নেমে পড়েছে রাজ্য বিজেপি। এখন দেখার সেই লক্ষ্য কতটা পূরণ হয়। তবে গেরুয়া বাহিনী যে এই টার্গেট ছুঁয়ে ফেলতে কোনও চেষ্টার খামতি রাখবে না, সেটা আপাতত পরিষ্কার।
পার্টির তরফে কী জানান হয়েছে?
বঙ্গ বিজেপির তরফ থেকে জানান হয়েছে, 'ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দুই দিনের সফরে বাংলায় আসছেন। ৮ তারিখ তিনি বাংলায় আসছেন। তিনি সাংগঠনিক নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিজেপির ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন।'
রাজ্যের কোর কমিটি, জেলা সভাপতি থেকে শুরু করে নানা স্তরের কার্যকর্তার সঙ্গে সভা করবেন তিনি। পাশাপাশি ট্যাংরায় ডক্টরস মিট নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
৯ জানুয়ারি তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট কলকাতায় যাবেন। পাশাপাশি তিনি এইমস কল্যাণীর রেডিয়েশন অঙ্কোলজি, ট্রমা, এমার্জেন্সি মেডিসিন এবং নিউমেটিক টিউব সিস্টেম উদ্বোধন করবেন।