Advertisement

Mamata Banerjee : মাতঙ্গিনী হাজরাকে তো বিজেপি মুসলিম বানিয়েছে, আমাকে তো রোজ বানায় : মমতা

মমতা বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে বিজেপি নেতারা মুসলিম বলে আক্রমণ করেন। এক এক সময় এক এক অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'ওরা বাংলার সংস্কৃতি আর কতটা বোঝে। বিবেকানন্দ, রামকৃষ্ণকে জানে না। '

মমতা বন্দ্য়োপাধ্যায় (ফাইল ছবি) মমতা বন্দ্য়োপাধ্যায় (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 3:14 PM IST
  • রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে মুসলিম তোষণকারী বলে অভিযোগ করে থাকে বিজেপি
  • তার জবাব দিলেন তিনি

রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে মুসলিম তোষণকারী বলে অভিযোগ করে থাকে বিজেপি। তার জবাব দিলেন তিনি। সেই অভিযোগ নিয়ে মোটেও বিব্রত নন, জানালেন বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে। 

মমতা বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে বিজেপি নেতারা মুসলিম বলে আক্রমণ করেন। এক এক সময় এক এক অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'ওরা বাংলার সংস্কৃতি আর কতটা বোঝে। বিবেকানন্দ, রামকৃষ্ণকে জানে না। চেনে না। সেই কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মেছেন- একথা বলেছে। মাতঙ্গিনী হাজরাকে তো ওরা মুসলিম বানিয়েছে। আমাকে তো প্রায় বানায়। তাতে আমার কিছু এসে যায় না। আমার তাতে গায়ে ফোস্কা পড়ে না। তোরা যত বলবি তত খুশি হব। আমাকে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু বানাও, মাটির মানুষ বানাও। আমার কিছু আসে যায় না। যতদিন বেঁচে থাকব এই দূরাচারীদের বিরুদ্ধে লড়ব।' 

রাজ্যে এসে 'সোনার বাংলা' গড়ার কথা বলেছেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে কারও নাম না করেই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা।' মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোর পরিস্থিতি ভালো নয়। 

সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ-কে রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন, সীমান্ত এলাকায় রাজ্য সরকার জমি না দেওয়ার কারণেই অনুপ্রবেশ বাড়ছে। সেজন্য তৃমমূল কংগ্রেস পরিচালিত সরকার দায়ি। সেই অভিযোগ খণ্ডন করে মমতা জানান, তিনি ক্ষমতায় আসার পর বাংলায় অনেক কিছু হয়েছে। যেগুলোর জন্য জমির প্রয়োজন ছিল। তিনিই সেই সব জমির ব্যবস্থা করেছিলেন। 

Read more!
Advertisement
Advertisement