Advertisement

Mamata Banerjee: 'অনেক কাউন্সিলর কাজ করে না,' BLA-দের ঠিক কী কী বললেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায় BLA-দের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। যে সকল ভোটারদের SIR তালিকায় নাম বাদ পড়েছে, হিয়ারিংয়ের ক্ষেত্রে তাদের সাহায্য করতে BLA-দের ঠিক কী কী করতে হবে, তা ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 2:12 PM IST
  • BLA-দের একগুচ্ছ নির্দেশ মমতার
  • বৈধ ভোটারদের সাহায্য করতে কী কী পদক্ষেপ
  • ১১ নথি না থাকলে কী করবেন? জানালেন মমতা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BLA-দের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের এই বৈঠক থেকে তিনি একগুচ্ছ নির্দেশ দিলেন বুথ লেভেল এজেন্টদের। এমনকী বললেন, যে সমস্ত কাউন্সিলররা কাজ করছেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। 

BLA-দের কী কী নির্দেশ?
ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,‘ব্লকে ব্লকে যেতে হবে BLA-দের। ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি খোঁজ নিতে হবে। যে সকল ব্যক্তি ফর্ম ৬ ও ফর্ম ৮ জমা দিচ্ছেন। তাঁদের দিকে নজর রাখতে হবে। হাসি মুখে তাঁদের নাম তুলতে সাহায্য করতে হবে। শুনানির নোটিস পেয়েছেন কি না তাও নজর রাখতে হবে। শুনানিতে যাতে উপস্থিত থাকেন তাও সাহায্য করতে হবে। বাইরের লোকের নাম উঠছে না তো, তাও খেয়াল রাখতে হবে।'

এরপরই কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, 'বাড়ি বাড়ি যেতে হবে কাউন্সিলারদেরও। যে সব কাউন্সিলার কাজ করেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। BLO-এর সমস্যা সমাধানেও যেতে হবে কাউন্সিলারকে।’

এক নজরে BLA-দের নির্দেশগুলি
> প্রত্যেক পোলিং স্টেশনে মৃত, নিখোঁজ এবং অনুপস্থিতি অনুযায়ী ভোটার তালিকা মিউনিসিপ্যালিটি অফিসে প্রকাশিত হবে, সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে বাদ পড়া ভোটার আদৌ বাস্তবে আছেন কি না। এরকম ভোটার পাওয়া গেলে ফর্ম ৬ ও অ্যানেকশ্চার ৪ ERO-র কাছে জমা দিতে হবে। 
> যে সকল ভোটারদের BLO অ্যানম্যাপড বলে চিহ্নিত করেছে তারা শুনানির নোটিশ পেয়েছেন কি না দেখতে হবে। এদের ২০০২ সালের SIR তালিকার কপি এবং ১১টি নথির যে কোনও একটি জোগাড় করে রাখার কথা বলতে হবে। শুনানির দিন হাজির থাকা নিশ্চিত করতে হবে।
> যাদের কাছে ১১টি নথির কোনওটিই নেই তাদের স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট, SC, OBC  সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। যার ক্ষেত্রে যেটা প্রোযোজ্য। সরকারের থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। BLA-2 সাহায্য করবে এক্ষেত্রে। 
> লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ যারা পেয়েছেন তারা শুনানিতে উপস্থিত হয়ে ১১টি নথির একটি বা ২০০২-এ তাঁদের নাম রয়েছে এই প্রমাণ দিতে পারছেন কি না দেখতে হবে। 
> ভোটাররা যাতে কোনও ভাবেই হয়রানির শিকার না হন তা দেখতে হবে। 
> বুথে বুথে ক্যাম্প করতে হবে।
> MLA, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। 
> যাঁরা নতুন ভোটার হওয়ার জন্য নাম তুলেছেন, সেখা খতিয়ে দেখতে হবে।
> বাইরের রাজ্যের অনেকে এ রাজ্যের ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে, তা-ও খতিয়ে দেখতে হবে।
> AI দিয়ে ভোটার তালিকায় ভোটার তালিকায় নাম রিপ্লেস করা হচ্ছে কি না, তা যাচাই করতে সতর্ক থাকুন। 
> শুনানির সময়ে প্রতি BLA-কে গোটা প্রক্রিয়ায় নজর রাখতে হবে। 
> পার্টি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ BLA-দের। 

Advertisement

যাদের বিরুদ্ধে দলের বদনাম করা বা অন্য অভিযোগ থাকবে তাদের পরিবর্তন করে দেবেন বলেও এদিন কড়া ভাষায় জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় রয়েছেন কাউন্সিলর ও ব্লক প্রেসিডেন্ট।

 

Read more!
Advertisement
Advertisement