Advertisement

Mithun Chakraborty: পশ্চিমবঙ্গে BJP কত সিট পাবে? 'সংখ্যা' বলতে পারছেন না মিঠুন

২০২৬-এর শুরু থেকেই ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। তৃণমূল থেকে বিজেপি, সবার মধ্যেই ভোট তৎপরতা তুঙ্গে। আর এমন উত্তপ্ত সময়েই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা ও বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ দিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।

মিঠুন চক্রবর্তীমিঠুন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 11:48 AM IST
  • ২০২৬-এর শুরু থেকেই ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে
  • তৃণমূল থেকে বিজেপি, সবার মধ্যেই ভোট তৎপরতা তুঙ্গে
  • এমন উত্তপ্ত সময়েই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা ও বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী

২০২৬-এর শুরু থেকেই ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। তৃণমূল থেকে বিজেপি, সবার মধ্যেই ভোট তৎপরতা তুঙ্গে। আর এমন উত্তপ্ত সময়েই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা ও বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ দিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মিঠুন। আর সেখানে নেমেই তিনি বলেন, 'অমিত শাহ আমাদের টার্গেট বেঁধে দিয়েছেন। সরকার হবে আমাদেরই। তবে কত আসন পাব, বলতে পারব না।'

যতদূর খবর আজ কোচবিহারে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মিঠুন। তারপর আগামিকাল চলে যাবেন যাবেন জলপাইগুড়ির ধূপগুড়ি। সেখানে সভা রয়েছে তাঁর। সেই সভা শেষ করে কার্শিয়াং যাবেন মিঠুন। সেখানেও করবেন প্রচার।

মমতা ও অভিষেক প্রসঙ্গে কী বললেন?

দিল্লিতে বসে মুখ্য নির্বাচন কমিশনরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও দিকে আবার অমিত শাহ বঙ্গ সফরে থাকার সময় তাঁর দিকেও একাধিক বিশেষণ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ এই নিয়েও প্রশ্ন করা হয় মিঠুনকে। তখন তিনি বলেন, 'দেশে গণতন্ত্র রয়েছে। যে যা ইচ্ছে বলতেই পারেন। এবার আমরা সরকার গড়ছি এটুকু বলতেই পারি।'

ও দিকে আবার চাঁচলে সভা করবেন শুভেন্দু

ভোট ময়দানে নেমে গিয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনিও আজ মাঠে নামছেন। সংকল্প যাত্রা করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি নিয়েই তিনি এ দিন রাস্তায় নামছেন বলে মনে করা হচ্ছে।

দিলীপ ঘোষও সক্রিয়

ভোটের আবহে আবার বঙ্গ বিজেপিতে সক্রিয় হয়ে উঠেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে সক্রিয় হয়ে ওঠার বার্তা দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। এরপরই কাজে লেগে পড়েছেন দিলীপ।

এমন পরিস্থিতিতে আজ আবার তিনি প্রথম বৈঠক করতে চলেছেন কর্মীদের সঙ্গে। সল্টলেকের পার্টি অফিসেই তিনি এই সভা করবেন বলে জানা গিয়েছে।

Advertisement

বারুইপুরে সভা রয়েছে অভিষেকের

তবে বিজেপির এই কর্মসূচির মধ্যে বসে নেই তৃণমূলও। তাদের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জনসভা করতে চলেছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বলে জানা গিয়েছে। সভার পাশাপাশি তিনি এ দিন রোড শো এবং সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করবেন বলেও জানা গিয়েছে।

Read more!
Advertisement
Advertisement