Advertisement

Parno Mitra: 'একটা ভুল করেছিলাম...,' বলছেন পার্নো, TMC-তে যোগ দিয়ে শুধরে নিলেন?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার দলীয় পতাকা হাতে তুলে নিয়ে জানালেন কেন ২০২১ সালের ভোটের আগে তিনি BJP-তে যোগ দিয়েছিলেন এবং কেনই বা এবার তৃণমূলে এলেন।

পার্নো মিত্র পার্নো মিত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Dec 2025,
  • अपडेटेड 1:05 PM IST
  • BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র
  • ২০২১ সালের ভোটের আগে তিনি BJP-তে যোগ দিয়েছিলেন
  • কেন তৃণমূলে যোগ দিলেন এবার? ব্যাখ্যা করলেন অভিনেত্রী

ভোটের আগে দলবদলের পালা শুরু। এবার BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদার জনপ্রিয় এই অভিনেত্রীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। পতাকা হাতে নিয়েই পার্নো বলেন, 'আজ আমার কাছে বড়দিন'। 

৬ বছর আগে BJP-তে যোগ দিয়েছিলেন পার্নো মিত্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর আসন থেকে তিনি পদ্মচিহ্নে লড়েছিলেন। তবে ভোটে হেরে যান পার্নো। এরপর তেমন ভাবে আর সক্রিয় রাজনীতিতে ছাপ ফেলতে পারেননি। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফুলবদল করলেন অভিনেত্রী। তবে তিনি টিকিট পাচ্ছেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি। 

এদিন যোগদানের মঞ্চ থেকে পার্নো বলেন, 'আজ আমার কাছে একটা বড়দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আশীর্বাদে আমার নতুন পথচলা শুরু হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিদির সঙ্গে এগিয়ে যাব।' BJP ছেড়ে আসার কারণ ব্যাখ্যা করে পার্নো বলেন, '৬ বছর আগে যোগ দিয়েছিলাম। তবে সেটা সেভাবে এগোইনি। মানুষ তো ভুল করে এবং সেই ভুল সংশোধন করে নেওয়াটাই তো আসল। আমি নিজেকে ধন্য মনে করছি, আমি সেই ভুল সংশোধন করে নিতে পেরেছি।'

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'পার্নো নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন দেখে তিনি সেই উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাই তাঁকে আজ তৃণমূলে স্বাগত জানাচ্ছি।' 

 'রঞ্জনা আমি আর আসব না' সিনেমাতে অঞ্জন দত্তর বিপরীতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সেই থেকে শুরু পার্নোর রুপোলি পর্দার যাত্রা। তারপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement