Advertisement

Dilip Ghosh Samik Bhattacharya: বিধানসভা ভোটে কোন ভূমিকায় দেখা যাবে দিলীপকে? যা বললেন শমীক

বিধানসভা ভোটের আগে ফের একবার সক্রিয় হতে চলেছেন দিলীপ ঘোষ। ৮ মাস কার্যত দলে 'ব্রাত্য' থাকার পর তাঁকে ফের স্বমহিমায় দেখতে পাওয়া যাবে, এমনটা স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য। বুধবার দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকের পর ঠিক কী জানালেন BJP রাজ্য সভাপতি?

দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 3:47 PM IST
  • বিধানসভা ভোটে ফের সক্রিয় হবেন দিলীপ
  • স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য
  • কী ভূমিকা হতে চলেছে তাঁর?

অমিত শাহের সঙ্গে একান্তে আলোচনার পর ফুল ফর্মে চলে এসেছেন দিলীপ ঘোষ। খড়গপুর থেকে বিধানসভা ভোটে লড়ার ইচ্ছেও প্রকাশ করেছেন। এবার তাঁকে নিয়ে বড় মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য। 

BJP-র রাজ্য সভাপতি বুধবার বলেন, 'নির্বাচনের আগে দিলীপ ঘোষকে সর্বত্রই দেখা যাবে।' অমিত শাহের বৈঠকে তাঁকে ডাকার পর থেকেই বঙ্গ বিধানসভা নির্বাচনে যে দিলীপ ঘোষ আবার সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। শমীক ভট্টাচার্যের এদিনের মন্তব্য বিষয়টিতে সিলমোহর পড়ল। 

উল্লেখ্য, গত প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে দিলীপ ঘোষকে BJP-র কোনও বড় কর্মসূচি বা দলীয় অনুষ্ঠানে ডাকা হচ্ছিল না। সেই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্যের এই মন্তব্য রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

জানা গিয়েছে, শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এদিন ১ ঘণ্টারও বেশি বৈঠক করা হয়। সাংগাঠনিকভাবে কীভাবে কাজে লাগানো যায় দিলীপ ঘোষকে, সেই বিষয়ে আলোচনা চলে। পথ সভা ও মিছিলে দিলীপ ঘোষকে আরও বেশি ব্যবহার করা হবে তা নিয়ে আলোচনা হয়। ১৩ জানুয়ারি দুর্গাপুরে একটি সভাতে, শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ থাকবেন, এই নিয়ে আলোচনা চলেছে, এমনটাই বৈঠক সূত্রে জানা গিয়েছে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানান, বঙ্গে এসে অমিত শাহ আলাদা করে বৈঠক করেছেন তাঁর সঙ্গে। তিনি বলেন, 'ভেবেছিলাম দলে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। কিন্তু কাল অমিত শাহজি ডাকলেন আমায়। আমার সঙ্গে আলাদা করে বৈঠক করলেন। আমায় বললেন, লেগে পড়ুন। আমি বললাম, আমি তো লেগেই আছি। কাজ তো দিতে হবে।' অমিত শাহের থেকে তিনি যথেষ্ট আশ্বাস পেয়েছেন বলেই জানান দিলীপ ঘোষ।   

BJP নেতা বলেন, 'জনপ্রতিনিধি হয়ে লড়াইয়ের গুরুত্ব বেশি। সেটাই করতে হবে। খড়গপুরের সঙ্গে আবেগ জড়িত। ওটাই আমার পছন্দের আসন। সেখান থেকেই লড়তে চাই। অন্য আসনে লড়তে হয়েছিল ঠিকই কিন্তু তার ফল কী হয়েছে পার্টি বুঝেছে, শিক্ষা নিয়েছে। যেভাবে আমায় নির্বাচনে লড়ানো হয়েছিল, তা মনের মতো ছিল না। তবে এখনও আমায় কোনও দায়িত্ব দেওয়া হয়নি। নির্বাচনে লড়া থেকে ঝান্ডা ধরার কাজ, সবরকমই করতে হবে।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement