Advertisement

SIR Exercise Deadline: SIR খসড়া ভোটার লিস্ট নিয়ে অভিযোগের সময়সীমা বাড়ল, কত দিন পর্যন্ত আবেদন?

বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এনুমারেশন প্রক্রিয়ার পর ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে খসড়া ভোটার তালিকা। আর এই তালিকায় কোনও ভুল বা আপত্তি থাকলে, সেই সম্পর্কিত আবেদন করার শেষ দিন ছিল ১৫ জানুয়ারি ২০২৬। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ৪ দিন অতিরিক্ত সময় দিয়েছে কমিশন। যার ফলে সংশোধনের আবেদন ১৯ জানুয়ারি, সোমবার পর্যন্ত জানান যাবে।

SIR-এর সময়সীমা বৃদ্ধিSIR-এর সময়সীমা বৃদ্ধি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 7:02 AM IST
  • বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন
  • এনুমারেশন প্রক্রিয়ার পর ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে খসড়া ভোটার তালিকা
  • ৪ দিন অতিরিক্ত সময় দিয়েছে কমিশন

বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এনুমারেশন প্রক্রিয়ার পর ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে খসড়া ভোটার তালিকা। আর এই তালিকায় কোনও ভুল বা আপত্তি থাকলে, সেই সম্পর্কিত আবেদন করার শেষ দিন ছিল ১৫ জানুয়ারি ২০২৬। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ৪ দিন অতিরিক্ত সময় দিয়েছে কমিশন। যার ফলে সংশোধনের আবেদন ১৯ জানুয়ারি, সোমবার পর্যন্ত জানান যাবে। 

কোথায় কোথায় বাড়ান হল সময়সীমা? 
কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, পশ্চিমবঙ্গকে অতিরিক্ত সময় দেওয়া হল। এর পাশাপাশি গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরিকেও আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে সেই সব রাজ্যেও সংশোধনের জন্য বাড়তি সময় পাওয়া গেল।

কবে বেরয় খসড়া ভোটার লিস্ট? 
কমিশন SIR শুরুর সময়ই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন জানিয়ে দিয়েছিল। তবে নির্দিষ্ট সময়ে কাজ না শেষ হওয়ায় ১৬ ডিসেম্বর বেরয় ড্রাফ্ট ভোটার লিস্ট। আর সেই লিস্ট থেকে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলে জানিয়ে দেয় কমিশন। 

তবে মাথায় রাখতে হবে খসড়া ভোটার লিস্টে নাম থাকা বা বাদ যাওয়া মানেই চূড়ান্ত কিছু নয়। সেখানে ভুল থাকতে পারে। আর এমন পরিস্থিতিতে সেই ভুল সংশোধনের জন্য আপত্তি এবং অভিযোগের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১ মাস সময় দেওয়া হয়েছিল। আর সেই সময়টাই শেষ হয়েছে গতকাল। অর্থাৎ ১৫ জানুয়ারি। যদিও নির্দিষ্ট কিছু কারণে এই সময় বৃদ্ধি করল নির্বাচন কমিশন। এর ফলে ১৯ জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে বলে জানান হয়েছে। 

কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার লিস্ট? 
কমিশনের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বেরবে ফাইনাল ভোটার লিস্ট। আরও নির্দিষ্ট করে বললে ১৪ ফেব্রুয়ারি এই লিস্ট বেরনোর কথা। আর নতুন ভোটার লিস্ট তৈরির কাজ যাতে ঠিক ঠাক হয়, সেখানে যাতে কোনও ভুল না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে চেয়ে অভিযোগ জমার সময়সীমা বাড়াল কমিশন বলেই খবর। 

Advertisement

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না
বর্তমানে SIR-এর হিয়ারিং পর্ব চলছে। সেখানে গিয়ে দেখাতে হচ্ছে নির্দিষ্ট ডকুমেন্টস। আর এই সব ডকুমেন্টসের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রাহ্য করার আবেদন করা হয়েছিল। যদিও বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। তাঁদের তরফে জানান হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে হিয়ারিংয়ের নথি হিসেবে ধরা হবে না। 

আর এই ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, মানুষকে সমস্যায় ফেলতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই কাজ তারা বিজেপির অঙ্গুলিহেলনে করছে।

 

Read more!
Advertisement
Advertisement