
SIR হিয়ারিংয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সোমবার SIR মামলার শুনানিতে কমিশনকে পাল্টা অ্যাডমিট কার্ড গ্রহণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এদিন অ্যাডমিট কার্ড প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই নথি গ্রহণযোগ্য তালিকাভুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। কমিশনের বক্তব্য ছিল, তারা মনে করে, মাধ্যমিকের (দশম শ্রেণী) অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন করা সম্ভব নয়।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাই SIR শুনানির সময়ে গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এই নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। তবে সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে SIR ডকুমেন্ট হিসেবে বৈধ বলে উল্লেখ করে।
এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওরা বলছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে না। আমরা বলেছি, পশ্চিমবঙ্গে অ্যাডমিড কার্ডের মধ্যেই জন্মতারিখ রয়েছে। অন্য অনেক সার্টিফিকেটের মধ্যেই তা থাকে না। বিচারপতিরা তাতে সম্মতি দিয়েছেন। সৌভাগ্যবশত বাঙালি বিচারপতিরা ছিলেন। তাঁরা জানেন সার্টিফিকেটে কী রয়েছে। তাঁরা বলে দিলেন সার্টিফিকেটে জন্ম-তারিখ রয়েছে তা গ্রহণ করতে হবে।'
বঙ্গে এই মুহূর্তে চলছে SIR-এর শুনানি পর্ব। সাধারণ ভোটার থেকে শুরু করে বিশিষ্ট মানুষ, হিয়ারিং নোটিস পেয়েছেন অনেকেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রচুর মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই নিয়ে হয়রানির অভিযোগও জানাচ্ছেন বহু মানুষ। আবার শুনানিতে ডাকলে কোন কোন নথি দেখাতে হবে, তা নিয়েও বিভ্রান্তি চলছে। অনেকের কাছেই নেই বৈধ কোনও নথি। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় SIR এনুমারেশন ফর্ম সঠিক ভাবে ফিলআপ করতে পারেনি অনেকেই। তাঁদেরই ডাক পড়ছে শুনানিতে। শুনানিতে কোন নথি হাতে করে নিয়ে যাবেন তা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়ায় অনেকেই বিপদে পড়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিবোধ করছেন সকলেই।
অন্যদিকে, তৃণমূলের দাবি ছিল, হিয়ারিংয়ের সময়ে BLA দের উপস্থিত থাকার অনুমতি দিতে হবে। তবে নির্বাচন কমিশন সে অনুমদোন দেয়নি। যুক্তি ছিল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলে শুনানি প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে। হিয়ারিংয়ের সময়ে একে অপরের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাঁরা। তবে এদিন সুপ্রিম কোর্ট জানায়, কোনও ব্যক্তি যদি SIR হিয়ারিংয়ে তাঁর সাহায্য়ের জন্য অন্য কাউকে নিয়ে যেতে চান, তাতে আপত্তি থাকার কোনও কারণ নেই। সেক্ষেত্রে অপর ব্যক্তি আত্মীয় পরিজন এমনকী BLA-ও হতে পারেন।