
বেহালার শখের বাজারে বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ। যার জেরে উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। দুই দলই একে অপরের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ এনেছে।
বিজেপির অভিযোগ, তাদের অনুষ্ঠান চলাকালীন তৃণমূল কর্মীরা জোরে জোরে গান চালিয়েছিল। সেই কারণে তাদের সভা ভন্ডুল হয়ে যায়। এমনকী পদ্ম পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এদিকে, এই ঘটনার পর বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূল নেতা সুদীপ পোলির এক অনুষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অভিযোগ, এরপর রাজ্যের শাসক দলের লোকজন বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়ে দেয়। এভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণের পরিস্থিতি তৈরি হয়।
বিজেপির আরও অভিযোগ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপির নির্বাচনী সহ-প্রধান বিপ্লব কুমার দেব বেহালা পশ্চিমে একই সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানে তৃণমূল কর্মীরা ঝামেলা শুরু করে। অনুষ্ঠানে হামলা চালায়, ভাঙচুর করে। ঘটনায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। ওই একই স্থানে ফের সভা করার পরিকল্পনা আছে গেরুয়া শিবিরের।
এই বিষয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বিপ্লব দেবের সভাস্থলে ভাঙচুর চালানো হয়েছে। তিনি লিখেছেন, 'এটা রাজনীতি নয়, হিংসা। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। ভয় দেখানোর খেলা চলছে। তৃণমূল কংগ্রেস বাংলাকে সন্ত্রাসের আঁতুরঘরে পরিণত করেছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গুন্ডারা রাজ্যজুড়ে তাণ্ডব চালাচ্ছে।'