Advertisement

Humayun Kabir : 'মন্দির বানালে সমস্যা হয় না, মসজিদে কেন?' RSS প্রধান ভাগবতকে পাল্টা প্রশ্ন হুমায়ুনের

মুর্শিদাবাদে বাবরি মসজিদের পুনর্নির্মাণের সিদ্ধান্ত রাজনৈতিক ষড়যন্ত্র। এতে হিন্দু বা মুসলিম কারও ভালো হবে না। মন্তব্য করেছিলেন RSS প্রধান মোহন ভাগবত। তার উত্তর দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

মোহন ভাগবত ও হুমায়ুন কবির মোহন ভাগবত ও হুমায়ুন কবির
Aajtak Bangla
  • বহরমপুর ,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 12:38 PM IST
  • মুর্শিদাবাদে বাবরি মসজিদের পুনর্নির্মাণের সিদ্ধান্ত রাজনৈতিক ষড়যন্ত্র।
  • এতে হিন্দু বা মুসলিম কারও ভালো হবে না।
  • মন্তব্য করেছিলেন RSS প্রধান মোহন ভাগবত।

মুর্শিদাবাদে বাবরি মসজিদের পুনর্নির্মাণের সিদ্ধান্ত রাজনৈতিক ষড়যন্ত্র। এতে হিন্দু বা মুসলিম কারও ভালো হবে না। মন্তব্য করেছিলেন RSS প্রধান মোহন ভাগবত। তার উত্তর দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তাঁর পাল্টা দাবি, আরএসস বা মোহন ভাগবতের সঙ্গে তৃণমূলের বোঝাপড়া আছে। 

পূর্ব ঘোষণা মতো আজ সোমবার মুর্শিদাবাদে নতুন দল প্রতিষ্ঠা করবেন হুমায়ুন কবির। তাঁর দলের নাম জনতা উন্নয়ন পার্টি রাখা হচ্ছে। জানান, আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে তিনি রেজিনগর ও বেলডাঙা আসন থেকে লড়াই করবেন। এছা়ড়াও আরও একাধিক আসন থেকে হুমায়ুন কবির নামে একাধিক ব্যক্তি লড়বেন। 

বুধবার মোহন ভাগবত মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে যে মন্তব্য করেন তার প্রেক্ষিতে হুমায়ুন বলেন, 'মোহন ভাগবত আরএসএস-এর একজন নেতা। তাঁকে আমি সম্মান করি। তিনি দাবি করেছেন, এই মসজিদের কারণে অশান্তি হতে পারে, হিংসা ছড়াতে পারে। তবে আমরা কিছু হতে দেব না। এখনও পর্যন্ত কোনও অশান্তি হয়নি। ওরা মন্দির বানালে কোনও সমস্যা হবে না, রামমন্দির তৈরি হলে সমস্যা হয় না। মসজিদে কেন সমস্যা? আমি তো প্রথমেই বলেছি যে, আরএসএস-এর সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্ক আছে। ওঁরা এক। এই তো ৬ মাস আগেই বাংলায় এসেছিলেন মোহন ভাগবত। তারপর তো ফের এখন এসেছেন। কেন এসেছেন? তাঁর আসার জন্য তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিয়েছেন। এই সব গল্প আমরা জানি। এখন সাধারণ মানুষও জেনে গেছে।' 

তারপরই হুমায়ুনের সংযোজন, 'সেই অটলবিহারী বাজপেয়ীর সময় থেকেই বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের সহযোগিতায় রাজ্যে ২০১১ সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। একটা সময় বাংলায় আরএসএস-এর শাখা ছিল মাত্র ৫৫৮। সেখানে এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১২ হাজার। আরএসএস-এর এটা ভুলে গেলে চলবে না, তাদের এই দেশে যে অধিকার আছে। ৪০ কোটি মুসলমানেরও।' 
    
বাবরি মসজিদ নিয়ে গতকাল মোহন ভাগবত বলেছিলেন, 'একটা বিবাদ চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওখানে রামমন্দির তৈরি হল। সুতরাং বলা যেতে পারে মন্দির-মসজিদ নিয়ে যে সংঘাত তৈরি হয়েছিল, তা এখানেই সমাপ্ত হল। তা হলে সেটিকে আবার উস্কানি দেওয়ার কি কোনও কারণ রয়েছে?'

Advertisement
Read more!
Advertisement
Advertisement