
আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি I-PAC এর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়। আর এমন পরিস্থিতিতে আচমকাই সেখান পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁরা সরাসরি উঠে যান প্রতীকের বাড়িতে। সেখান থেকে নামার সময় হাতে ফাইল সহ একাধিক জিনিস নিয়ে আসেন মুখ্যমন্ত্রী।
এখন প্রশ্ন হল, প্রতীকের বাড়ি থেকে বেরনোর সময় কী ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? আর সেই সম্পর্কে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন।
প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে আসার মমতা জানান, তাঁর হাতে রয়েছে একটি ফোন, একটি হার্ড ডিস্ক এবং একটি ফাইল।
এই সম্পর্কে তিনি বলেন, 'আমাদের পার্টির সব তথ্য হার্ড ডিস্কে রয়েছে। এতে ক্যান্ডিডেট লিস্ট, পার্টির স্ট্যাটেজি ও পার্টির প্ল্যান রয়েছে। এটা কি ইডি ও অমিত শাহ কাজ? নিজের দেশকে সুরক্ষা দিতে পারে না। এখানে তো আমরাও পুলিশ পাঠাতে পারি বিজপির অফিসে, তাহলে কী হবে? তাদের এত সাহস রয়েছে কি?... ইলেকশনের জন্য আমার পার্টির সব তথ্য নিয়ে যেতে চাইছে। আমি ফোন করেছিলাম প্রতীককে। আমি সব নিয়ে এসেছি। হার্ড ডিস্ক ও ফোন নিয়ে এসেছি। ওরা কালেক্ট করছে সব।'
কী কী রয়েছে ওই ফাইলে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ওই হার্ড ডিস্কে রয়েছে ২০২৬ সালের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে শুরু করে ভোটে লড়ার রণনীতি। আর সেই কারণেই সেখানে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান। তারপর ফাইল থেকে শুরু করে হার্ড ডিক্স এবং ফোন নিয়ে বেরিয়ে আসেন। আর এই ঘটনাই এখন চর্চায়।
আবার এখান থেকে বেরিয়ে সোজা তিনি পৌঁছে যান আইপ্যাকের সল্টলেকের অফিসে। সেখানে ১১ তলায় যান পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেও একাধিক ফাইল নিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িতে রাখা হয়। সেই ফাইল রাখা গাড়িকে ঘিরে রয়েছে পুলিশ। তবে এই ফাইলে কী রয়েছে, সেটা এখনও জানা যায়নি।