
SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে। ইতিমধ্যেই শেষ গিয়েছে এনুমারেশন প্রক্রিয়া। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও বেরিয়ে গিয়েছে। এখন চলছে হিয়ারিং। এনুমারেশন ফর্মে ভোটারের দেওয়া তথ্য নিয়ে কোনও সন্দেহ হলেই ডাকা হচ্ছে শুনানিতে। সেখানে দেখাতে হচ্ছে এক বা একাধিক নথি। আর শুনানিতে গিয়ে অনেকেই নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন। যদিও কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই কার্ডকে নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে না। বরং যে কয়টি ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেগুলিই দিতে হবে।
কমিশন কী জানিয়েছে এই প্রসঙ্গে?
আসলে কমিশন কোনও দিনই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করেনি। তবে এই কার্ড যাতে SIR ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হয়, সেই আবেদন করা হয়। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি কমিশন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনওভাবে নথি হিসেবে গ্রহণ করা হবে না। বরং প্রথমে যে কয়েকটি নথির কথা উল্লেখ করা হয়েছিল, সেগুলিই জমা দিতে হবে।
আর কমিশনের এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাঁরা জানতে চাইছেন, যাঁরা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড জমা দিয়ে দিয়েছেন, তাঁদের কী হবে? এই বিষয়টা সম্পর্কে কমিশন সূত্রে খবর, অ্যাডমিট কার্ড নথি হিসেবে নেওয়া হবে, এমন কোনও ঘোষণা ছিল না। তাই যাঁরা সেটা জমা দিয়েছেন, তাঁদের আরও একবার ডাকা হতে পারে শুনানিতে। সেখানে তাঁরা অন্য জরুরি ডকুমেন্ট দেখাবেন। তাতেই কাজ হবে। ভোটার তালিকায় থাকবে না নাম।
আর যাঁরা অ্যাডমিট কার্ডের পাশাপাশি অন্যান্য একাধিক প্রমাণ জমা দিয়েছেন, তাঁদের চিন্তা করার কারণ নেই। তাঁদের ওই সব ডকুমেন্ট দিয়েই কাজ হয়ে যেতে পারে।
কোন কোন ডকুমেন্ট ভ্যালিড?
তাই প্রমাণ হিসেবে অ্যাডমিট কার্ড জমা দিয়ে থাকলে এই সবগুলির মধ্যে একটি সঙ্গে রাখুন। তাহলেই সমস্যা শেষ।