সোমবার পারিবারিক কারণে সস্ত্রীক কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই সফর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করলেন অখিলেশ। এদিন বেলা ১টা ৩৫ মিনিটে নবান্নে আসেন তিনি। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে অখিলেশ বলেন, বাংলায় ফের দিদিই জিতবেন। এখানে সম্মানজনক হারের জন্য লড়ছে বিজেপি।