বাংলায় ভোট যত এগিয়ে আসছে মন্দির-মসজিদের রাজনীতিও মাথা চাড়া দিয়ে উঠছে। বাংলার রাজনীতিতে এই মন্দির-মসজিদের আগমন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন অমিত শাহ। তিনি বলেন, 'বাংলায় মন্দির মসজিদের রাজনীতি করছে কে? তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া এক বিধায়ক এবং তৃণমূল নিজে। ' এতে বাংলা ও দেশের শান্তি নষ্ট হতে পারে এই আশঙ্কা প্রসঙ্গে শাহ বলেন, 'নির্বাচনের সময় এটা কার ঠিক না, বাংলার মানুষকে তা বুঝতে হবে।' বাংলার মুখ্যমন্ত্রীর মন্দির তৈরি প্রসঙ্গে শাহের জবাব, 'মন্দির তৈরিকে স্বাগত জানাই কিন্তু অনেক দেরি করে ফেলেছেন।'