লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মনীষী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করতেই বাংলাজুড়ে শুরু হয়েছে চর্চা। এমন সুযোগ ছেড়ে দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও। গতকালই আলোচনার সময় মোদীকে থামিয়ে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এরপর সংসদে জোরদার প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। তবে এখানেই ইস্যু শেষ হয়নি। সোমবারের পর মঙ্গলবারও লোকসভায় বিষয়টি উত্থাপন করেন আর এক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।