SIR প্রক্রিয়ায় সবচেয়ে বেশি হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে মুসলিমদের। গুরুতর অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর দাবি, CEO অফিস থেকে জানা গিয়েছে ৪০ শতাংশ নোটিশ পাঠানো হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে। তাঁর কথায়, '৪০ শতাংশ মুসলিম, প্রায় ৯০ থেকে ৯৫ লক্ষ মুসলিমকে নোটিশ পাঠানো হয়েছে। এই প্রক্রিয়ায় কোনও নির্দিষ্ট ধর্মকে যেন না দেখা হয়। আমরা সিইও-কে বলেছি, সংবিধান অনুযায়ী, আমরা কারও নাম কাটতে পারি না। আম জনতাকেও এটা বোঝানো উচিত, যাদের কাছে নোটিশ গিয়েছে,তাদের হিয়ারিংয়ে যাওয়া উচিত। এটা মরণ বাঁচন ইস্যু। ভোটার লিস্টে নাম থাকা মানে ভারতীয় নাগরিকত্বের পরিচয়। কোথাও কোনও আবেগজনীত গোলমাল হলে, সেটা আলাদা। কিন্তু বাংলায় সেই সংখ্যাটা খুব কম। ৯৯ শতাংশের বেশি মানুষই ভাল। ১ শতাংশকে ধরে বাকিদের খারাপ ভাবা ঠিক নয়।'