পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, দলের কাউন্সিলর ও কয়েকজন প্রাক্তন বিধায়ককে আটক করল পুলিশ। মঙ্গলবার কলকাতায় সিইও দফতরের সামনে বিক্ষোভ চলাকালীন তাঁদের আটক করা হয়। নির্বাচন সংক্রান্ত নানা দাবিতে কংগ্রেস নেতারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় বিক্ষোভে অংশ নেন দলীয় কর্মী-সমর্থকরা। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে গ্রেফতারির পথে হাঁটে প্রশাসন। শুভঙ্কর সরকারসহ শীর্ষ নেতাদের আটক করতেই আরও উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন এবং গ্রেফতারির প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা করেন। শুভঙ্করের কথায়, 'লজিক্যাল ডিসক্রিপেন্সি তুলে দেওয়া হোক। এই নির্বাচন কমিশনকে ভরসা নেই। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক।'