কীভাবে দেখবেন SIR-এর ভোটার তালিকা?
এনুমারেশন ফর্ম যদি জমা করে থাকেন তবে আপনার নাম থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে আপনি অনলাইন এবং অফলাইনে নিজের নাম খুঁজে নিতে পারবেন। অনলাইনে আপনি সহজেই বাড়ি বসে নিজের নাম ভোটার লিস্টে থাকা না মিলিয়ে নিতে পারেন। পদ্ধতিটা খুবই সহজ।