ইদে রেড রোডের যে বেশি সংখ্যায় মুসলমান বেলডাঙায় বাবরি মসজিদের জমিতে নমাজ পড়বে। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ূন কবীর। বললেন, 'মুসলমানদের রেড রোডে গিয়ে নমাজ পড়লেই শুধু হবে না। আগামী ইদ আসছে। বাবরি মসজিদ যেখানে গড়ছি, সেখানে নমাজে প্রথম জুম্মায় হয়েছিল ১ লাখ, দ্বিতীয় জুম্মায় ২ লাখ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার সময় মতো, মুর্শিদাবাদে এখানে নমাজের ডাক দেব, আপনার রেড রোডের ময়দানে নমাজ ও আমাদের এখানের নমাজের লোক সংখ্যা, একটু মাপজোক করে নেবেন।'