'প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি! যে মন বুঝতে গিয়েছিলেন। সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা পাত্র হাতে এবাড়ি-ওবাড়ি-সেবাড়ি ঘুরছেন। আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না। এরা ৩৪ বছর ক্ষমতায় ছিল, এখনও একা লড়ার মুরোদ নেই। ২৯৪ টা সিটে বামফ্রন্টের লড়ার ক্ষমতা নেই।' সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।