এই দিন বাঁকুড়ার সভায় বিজেপির ভোটারদের নিয়ে বিরাট দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'যেই ভোটটা বিজেপির লোকেরা বিজেপিকে দিতেন। আর দেবেন না। এই বিশ্বাসঘাতকদের ভোট দেবেন না। এরা হিন্দুধর্মকে বিপথে নিয়ে যাচ্ছে।' পাশাপাশি তিনি বলেন, 'ধর্ম মানে বিভেদ নয়, বিদ্বেষ নয়। ধর্ম মানে শান্তি। আপনাদের ধর্ম তো আগুন লাগিয়ে বেড়ানো। আপনাদের ধর্ম বিভাজনের।'